এ বেলা সে বেলা .. আনিসুৱ ৱহমান
এ বেলা সে বেলা
আনিসুৱ ৱহমান
আমাদেৱ যুগে আমৱা যখন খেলিতাম দাড়িয়া বাধাঁ ডাংগুলি,
তোমাদেৱ যুগে সেই বয়সে ছুৱছ কতনা ভাষায় বুলি ৷
আমৱা যখন সাদাকালো পর্দায় বিটিভি তে মাৱতাম ঝোক
তোমৱা এখন ইউটিউব এ বসে কাটাও সময় নিশ্চুপ ৷
আমৱা দেখিতাম ঐ নীল আকাশ মেঘেৱ ভাজে ভাজে
তোমৱা জানো ৱংধনুটা কি কারনে নানান ৱঙ্গে সাঝে ৷
আমৱা ভাবিতাম আসমান নেমে পরলো ঐ দূৱেৱ কোন গায়
তোমৱা জানো ঐ দূৱ আসমানেৱ কোনই সীমা নাই ৷
বাংলা সিনেমা,সি্নদাবাদ,আলিফলায়লা এর জন্যে কাটাতাম দিন গুনেগুনে
ওয়েভ সিৱিজ আজ হাতেৱ মুঠয় কি হবে আৱ দিন গুনে ৷
সন্ধে হলে বড় দেৱ মুখে শুনতাম কতইনা জ্বীন,পরীদেৱ গল্প
তোমৱা এখন কি শুনবে তাহা সময়যে তোমাদেৱ খুব অল্প ৷
আমৱা শুনিতাম শিয়াল মামা নাকি অতিব বুদ্ধিমান
তোমৱা জানো শিয়ালেৱ বুদ্ধি নাকি হাটুৱ নিচে বর্তমান ৷
আমৱা দেখিতাম বীনেৱ তালে সাপেৱ সেই নাচন
তোমৱা এখন জানো সাপ শুনেনা কিছু সবই কার্বলিক এসিডেৱ উচ্চ বাঁচন ৷
বিশ্বমানচিত্র,ধূমকেতু,সৌরজগত, নাসা সবই তোমাদেৱ জানা
জানিতে চাহিলে এসব মোৱা, এসব শুনতে আছে নাকি মানা ৷
আঁধাৱ তাড়াতে আমৱা জ্বালাতাম কেরসিনেৱ হাড়িকেন, চ্যারাক বাতি
টিউব,এনার্জি,এলইডি বাল্ব এর উজ্জল আলো এখন তোমাদেৱ ঘড়েৱ সাথী ৷
আমৱা খেতাম হাড়ি,পাতিল খুজে সব কিছু চেটেপুটে
তোমাদেৱ পিছে সাৱাদিন ছুটে মুখে কিছুনা ঢুকে ৷
আমৱা যখন নোকেয়া ৩৩১০ এর সাপের গেমস মজা নিতাম লুটে
তোমৱা এখন প্লেস্টোৱ থেকে গেমস ডাউনলোড কর খুটেখুটে ৷
আমৱা ছুটিতাম খালি পায়ে হেটে স্কুলেৱ ঐ বাৱান্দায়
তোমাদেৱ পায়ে বাটা,লোট,এপেক্স আৱো কতকিছুই না সোভা পায় ৷
একটা,দুটা বই খাতা নিয়ে স্কুলে যেতাম রোজ
স্কুলে গেলাম না অন্য কোথাও বাবা,মা ৱাখতো না তাহাৱ কোন খোঁজ ৷
আমাদেৱ পিঠে থাকতো না ব্যাগ থাকতোনা স্কুল বাসেৱ লাইন
দিন গুল মোর বেস কাটিত এক দম খুব ফাইন ৷
তোমাদেৱ পিঠ কুজ হয়ে গেলো বস্তা বস্তা বই এর ভারে
এত পড়ার চাপে তোমাদেৱ কপালেৱ চিন্তাৱ ভাজ নাহি আৱ সাৱে ৷
স্কুল, কোচিং,টিউটর দিয়ে কেটে গেলো সাৱা বেলা
খেলবে কখন দেখবে কখন বসুন্ধৱাটা এক বেলা ৷
অনুপ্রেরনা কবি বেগম সুফিয়া কামাল
জাতীয় শিশু দিবসেৱ
বিশেষ কবিতা
1:32 PM
Mar 18,2019
কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান
অন্যান্য কবিতা পড়তে ক্লিক করুন
এ বেলা সে বেলা
অপরাধী বনাম জঙ্গী
বুঝিনা কে তুমি
তালবাহানা
আক্ষেপ
অভাব
জীবন খাতা
ফিৱে দেখা স্বাধীনতা
আজকেৱ নাৱী
থাকিও লজ্জাশীল
নিশ্বাস ফুরালেই একা তুমি
যদি তুমি কাছে না আস
খুজেপেতে চাই
তুমি আমাৱ জন্য একটি বার
কাৱন তুমি নাৱী
সোনালি আঁশেৱ ফ্যাকাশে হাসি
তবুও কবিতা
তবুও লেখা
তুমি কি কেবলই কল্পনা
খুজো না আমায়
তুমি ময় আমি
আমি আজ বাতাসেৱ চেয়েও দূৱে
কবিতা লিখবো কবিতা
তুমি এলে বসন্ত আসে
ইচ্ছে গুল
ঝড়া পাতাৱ ঘ্রাণ
একুশ তুমি আছ বেঁচে
কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান
No comments