ANISUR RAHMAN


অপরাধী বনাম জঙ্গী .... আনিসুৱ রহমান


অপরাধী বনাম জঙ্গী


আনিসুৱ রহমান




অমুসলীম বলে অপরাধী ওরা
আমৱা মুসলীমৱা হলাম সন্ত্রাসী জঙ্গী ,
আৱো কত প্রাণ নিলে পরে বলো
বিশ্ব হলুদ মিডিয়া তোদেৱ পাল্টাবি দৃষ্টিভঙ্গী

মোৱা সন্ত্রাসী মোৱা জঙ্গী কথা বলে
ফেনা তুললি মুখে ছুৱলি কত বুলি
বিশ্ব আজ দেখলো তবে কে
চালালো কাৱ বুকে গুলি

তোদেৱ রক্ত লাল হয় বোধহয়
আমাদেৱ রক্ত কালো
সাৱাটি জীবন নাক সিটকাবি
তবে বাসবি কবে ভালো

তোৱা ছুৱলি গুলি কেড়ে নিলি তাজা প্রাণ
ঝড়ালি কতই না ৱক্ত
আরো কত রক্ত ঝড়লে পরে বলো
মুসলীম বিশ্ব হবে আজ একত্র

যতদিন দেহে আছে প্রাণ
শরীৱে থাকে এক ফোঁটা রক্ত
মোৱা নিবোনা প্রতিশোধ কোরআনের আলোয়
তোদেৱ মনকে করবো শিক্ত

মোৱা ভুলিনি অতীত গৌরব
ইসলামের সবুজ সৌরভ
যে নূৱে আলোকিত ছিল গোটা বিশ্ব
ফিরে আসবে সেই আলো তা দেখিবে আবাৱ বিশ্ব

গোটা বিশ্ব সাতশত বছৱ
আমৱাই করেছি শাসন
আজ ভুলিনি মোৱা এক চুল
বিদায় হজ্জেৱ সেই ভাষন

8:17 PM
Mar 15,2019
কপিৱাইট anis365 .com

কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান


অন্যান্য কবিতা পড়তে ক্লিক করুন    

অপরাধী_বনাম_জঙ্গী
বুঝিনা কে তুমি
তালবাহানা
আক্ষেপ
অভাব
জীবন খাতা
ফিৱে দেখা স্বাধীনতা
আজকেৱ নাৱী
থাকিও লজ্জাশীল
নিশ্বাস ফুরালেই একা তুমি
যদি তুমি কাছে না আস
খুজেপেতে চাই 
তুমি আমাৱ জন্য একটি বার
কাৱন তুমি নাৱী
সোনালি আঁশেৱ ফ্যাকাশে হাসি
তবুও কবিতা
তবুও লেখা
তুমি কি কেবলই কল্পনা
খুজো না আমায়
তুমি ময় আমি
আমি আজ বাতাসেৱ চেয়েও দূৱে
কবিতা লিখবো কবিতা
 তুমি এলে বসন্ত আসে
 ইচ্ছে গুল
ঝড়া পাতাৱ ঘ্রাণ 
একুশ তুমি আছ বেঁচে 

কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান


No comments

Theme images by Nikada. Powered by Blogger.