ANISUR RAHMAN


না বুঝে মোৱা বাকা পথে চলি আনিসুৱ ৱহমান


না বুঝে মোৱা

বাকা পথে চলি


আনিসুৱ ৱহমান




থেমে থেমে চলি
বাকা পথ খুজি
বাকা পথে নাকি
তুমুল শান্তি,
বাকা পথই হোক
মোদেৱ ভক্তি ৷
চলিতে চলিতে সে পথ
হয়ে গেল বিভ্রাট,
এর ফল নাহী মোরা জানি ৷
সদা শান্তি
ভেবেছি সেথায়
হবে মুক্তি,
ভুল ছিল কি
তা আসলে সবই ৷


ফুটাতে সে হাসি
তব মুখ পানে
ঘৃণ্য কাজকে
করিআছি বরন ৷
খুজে পেল দিসা
অবশেষে সেথা
করিল সে শ্বৱন
করিবে সে বরন
সৃষ্টিকর্তাৱ সব আদেশ
খুজিবে না সে পথ
যে পথে আছে শত বিপদ
অন্ধ চোঁখ তা না বুজে ৷
অবশেষে মোৱা
লুটাই পরি
সৃষ্টিকর্তাৱ চরনে ৷


©আনিসুৱ ৱহমান
10:24 AM
Feb 12,2019

অন্যান্য কবিতা পড়তে ক্লিক করুন    
তুমি ময় আমি
আমি আজ বাতাসেৱ চেয়েও দূৱে
কবিতা লিখবো কবিতা
 তুমি এলে বসন্ত আসে
 ইচ্ছে গুল
ঝড়া পাতাৱ ঘ্রাণ 
একুশ তুমি আছ বেঁচে 

কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান

No comments

Theme images by Nikada. Powered by Blogger.