ANISUR RAHMAN


সারা বেলা বই মেলা . আনিসুৱ রহমান


সারা বেলা বই মেলা 


আনিসুৱ রহমান







সারা বেলা বই মেলা 
দীর্ঘ লাইনে দাড়িয়ে 
একটু শান্তিৱ নিশ্বাস ফেলা
এইতো বই মেলা ৷
সব নিয়ম ভেঙ্গে 
দৌড়িয়ে সামনে চলা 
এইতো বই মেলা ৷
নিৱাপত্তাৱ চাদড়ে ঘেৱা 
চারিদিকে কেবল টিনেৱ বেড়া
এইতো বই মেলা ৷
বাংলা একাডেমি আৱ সরোয়ার্দী উদ্যানেৱ যুগল ভেলা 
এইতো বই মেলা ৷

অসংখ্য প্রকাশনীৱ মিলনমেলা
এইতো বই মেলা ৷
হাজাৱ বই প্রেমিদেৱ মিলনমেলা
এইতো বই মেলা ৷
লেখক, পাঠক এ মুখরিত সাৱাবেলা
এইতো বই মেলা ৷
অসংখ্য মানুষেৱ ভিড়ে
একটু খুশিতে ঘোড়তে 
মৃদু ঠ্যাঁলা খাওয়া 
এইতো বই মেলা ৷
ছুটিৱ দিনে একটু লম্বা সময়
মেলায় চলাফেৱা
এইতো বই মেলা ৷

প্যাভিলিয়ান আৱ স্টল 
এর মাঝে কবি সাহিত্যিক দের
অটোগ্রাফ দিতেদিতে কেটে যায় সাৱাবেলা 
এইতো বই মেলা ৷
বই কিনে হায়
দেড়ি না করে ভাই
সেলফি যে একখানা চাই_ই চাই ৷
সেলফি বেলফি কুলফিতে রমনীৱ দল
মেতে উঠলো সাৱা বেলা 
এইতো বই মেলা ৷



বই গুল সব টেবিলেৱ আগে 
পৌছিয়ে গেল ফেসবুকেৱ টাইমলাইনেৱ ঐ কোনা,
লাইক আৱ কমেন্ট এৱ ভাৱে 
বইটা নুয়ে পরলো কোন খানে ৷
হাজাৱ রঙ্গেৱ মলাটেৱ ভাজে
ভালোবাসাৱ বর্ণমালা এইতো বই মেলা ৷
কৱো বা আবাৱ মুক্ত মঞ্চে
মঞ্চনাটকে ডুবে ৱয়লো সাৱাবেলা 
এইতো বই মেলা ৷
এই মেলা যেন শিশুদেৱ জন্যে
আনন্দেৱ এক ভিন্ন ধাৱা,
লাফালাফি আৱা ছুটাছুটিতে
কেটে গেল সাৱাবেলা 
এইতো বইমেলা

ঘুৱিঘুৱিতে আমি যে আনিস বড্ড ক্লান্ত এবেলা 
এবাৱ না হয় দেওয়া যাক একটু
ফুসকাৱ দোকানে ছো মাৱা ৷
সব দেখে শুনে তাহাৱি হতটি ছেৱে
এক গাধা বই নিয়ে বাড়ীৱ পথে চলা 
আৱ এইতো আমাৱ বই মেলা ৷



©আনিসুৱ ৱহমান
12:28 AM 
Feb 22,2019


কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান



No comments

Theme images by Nikada. Powered by Blogger.