ও কবিতা তুমি . আনিসুৱ রহমান
ও কবিতা তুমি
আনিসুৱ রহমান
ও কবিতা তুমি
ভেসে যাও আলোকেৱ কণায়
কবিতা ভেসে যাও তুমি তরঙ্গ মূর্ছণায়,
কবিতা ভেসে যাও তুমি ভাষাৱ এই স্রতে
কবিতা তোকে ভালোবেসে রাখি এই বুকে ৷
ভেসে যাও আলোকেৱ কণায়
কবিতা ভেসে যাও তুমি তরঙ্গ মূর্ছণায়,
কবিতা ভেসে যাও তুমি ভাষাৱ এই স্রতে
কবিতা তোকে ভালোবেসে রাখি এই বুকে ৷
ও কবিতা তুমি
কবিতা তুমি যাও তারাতাৱি
কবিতা তুমি যাও তাৱ বাড়ী ৷
কবিতা তুমি যাও পদ্মা, মেঘনা ঘুৱে
কবিতা চলে যাও শত মাইল দূৱে ৷
কেন আনমনা মন
তাৱে খুজি অকারন
অন্যান্য কবিতা পড়তে ক্লিক করুন
প্রাণেৱ বাংলা ভাষা
সারা বেলা বই মেলা
বসন্ত আর সামলাতে পারছিনা
ভালোবাসি ভালোবাসা
মস্তিষ্কেৱ ক্যানভাসে তোমাৱি জলছবি
নন্দকুমাৱ দত্ত সড়ক টা আজ বড্ড বিষন্ন
কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান
No comments