ANISUR RAHMAN


বসন্ত আর সামলাতে পারছিনা আনিসুৱ ৱহমান

বসন্ত আর সামলাতে পারছিনা

আনিসুৱ ৱহমান




আজ হোক না আলো যত ফ্যাকাশে 
তোমাৱ আমাৱ আকাশে ,

চাঁদেৱ আলো হক না যতই ক্লান্ত

মেঘ করুক নাইবা করুক

ঝড় উঠুক নাইবা উঠুক
বৃষ্টি নামুক নাইবা নামুক
আজ বসন্ত ৷

আজ হোক না আকাশের রং কালচে
তোমাৱ আমাৱ আকাশে ৷
মানুষ গুল হোক না যতই বিভ্রান্ত
কুড়ি আসুক নাই বা আসুক
ফুল ফুটুক নাইবা ফুটুক
আজ বসন্ত ৷

আজ মেলবো ডানা আকাশে
বসন্তের এই বাতাসে,
পাখি গুল ডেকেই হোক না যতই ক্লান্ত
সে আসুক নাইবা আসুক
পাসে বসুক নাইবা বসুক
হাতে হাত রাখুক নাইবা রাখুক
কথা বলুক নাইবা বলুক 
আজ বসন্ত ৷

দিনটা হোকনা যতই মেঘলা
ঘড়ে থাকবো নাতো বসে একলা,
চল বেড়িয়ে পরি যে দিকে দু চোঁখ যায়,
কেই যানুক নাইবা যানুক
কেই মানুক নাইবা মানুক
কেই ভাবুক নাইবা ভাবুক
আজ বসন্ত ৷

যে যা বলে বলুক 
যে পথে ইচ্ছে চলুক
আমি লিখবো স্বপ্ন 
আমাৱ কবিতায় ৷





©আনিসুৱ ৱহমান
09:30 AM 
Feb 13,2019

No comments

Theme images by Nikada. Powered by Blogger.