বসন্ত আর সামলাতে পারছিনা আনিসুৱ ৱহমান
আনিসুৱ ৱহমান
আজ হোক না আলো যত ফ্যাকাশে
তোমাৱ আমাৱ আকাশে ,
চাঁদেৱ আলো হক না যতই ক্লান্ত
মেঘ করুক নাইবা করুক
ঝড় উঠুক নাইবা উঠুক
বৃষ্টি নামুক নাইবা নামুক
আজ বসন্ত ৷
আজ হোক না আকাশের রং কালচে
তোমাৱ আমাৱ আকাশে ৷
মানুষ গুল হোক না যতই বিভ্রান্ত
কুড়ি আসুক নাই বা আসুক
ফুল ফুটুক নাইবা ফুটুক
আজ বসন্ত ৷
আজ মেলবো ডানা আকাশে
বসন্তের এই বাতাসে,
পাখি গুল ডেকেই হোক না যতই ক্লান্ত
সে আসুক নাইবা আসুক
পাসে বসুক নাইবা বসুক
হাতে হাত রাখুক নাইবা রাখুক
কথা বলুক নাইবা বলুক
আজ বসন্ত ৷
দিনটা হোকনা যতই মেঘলা
ঘড়ে থাকবো নাতো বসে একলা,
চল বেড়িয়ে পরি যে দিকে দু চোঁখ যায়,
কেই যানুক নাইবা যানুক
কেই মানুক নাইবা মানুক
কেই ভাবুক নাইবা ভাবুক
আজ বসন্ত ৷
যে যা বলে বলুক
যে পথে ইচ্ছে চলুক
আমি লিখবো স্বপ্ন
আমাৱ কবিতায় ৷
অন্যান্য কবিতা পড়তে ক্লিক করুন
প্রাণেৱ বাংলা ভাষা
সারা বেলা বই মেলা
বসন্ত আর সামলাতে পারছিনা
ভালোবাসি ভালোবাসা
মস্তিষ্কেৱ ক্যানভাসে তোমাৱি জলছবি
নন্দকুমাৱ দত্ত সড়ক টা আজ বড্ড বিষন্ন
©আনিসুৱ ৱহমান
09:30 AM
Feb 13,2019
No comments