অপ্রাপ্তি আনিসুৱ রহমান
অপ্রাপ্তি
আনিসুৱ রহমান
কিছু শূণ্যতা পেলনা তো
পূর্নতা
কিছু আশা ক্ষুজে পেলনা
ভাষা ৷
কিছু সরল ধাঁধাঁ পেলনা
তো উত্তৱ
কিছু এলোমেলো শব্দ হল
না কবিতা
কিছু ব্যার্থ চেস্টা
হল না তো সফল ৷
কিছু নিভুনিভ আলো দূৱ
করলো না_ অন্ধকাৱ
কিছু গোছান কথা হয়ে গেল
এলেমেলো
কিছু দিবা স্বপ্ন হল
না তো পূর্ন ৷
কিছু নিষ্পাপ চাহনী মেটাল
না তৃষ্ণা
জমান সে কথা হল না তো
বলা ৷
চলবে,,,,,,,
আনিসুৱ রহমান
10:11 AM
Feb 10,2019
অন্যান্য কবিতা পড়তে ক্লিক করুন
তুমি ময় আমি
আমি আজ বাতাসেৱ চেয়েও
দূৱে
কবিতা লিখবো কবিতা
তুমি এলে বসন্ত আসে
ইচ্ছে গুল
ঝড়া পাতাৱ ঘ্রাণ
একুশ তুমি আছ বেঁচে
কপিরাইট২০১৯
©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান
No comments