প্রাণেৱ বাংলা ভাষা .. আনিসুৱ ৱহমান
প্রাণেৱ বাংলা ভাষা
আনিসুৱ ৱহমান
একত্রিশ কোটি মানুষেৱ মুখে
ধ্বনিত হয় যে ভাষা
সেইতো আমাৱ অতি গর্বেৱ
প্রাণেৱ বাংলা ভাষা ৷
ভাষাৱ সঙ্গে নইযে আপশ
নেইযে কোন রক্তচক্ষুকে ভয়
ভাষাৱ জন্যে নিজ জীবন কে
রাজি আছি করতে ক্ষয় ৷
ভাষাৱ তরে হয়েছে শহীদ
রক্তে রঞ্জিন পিচঢালা পথ
আওয়াল,তাজুল,জব্বাৱ,
ৱফিক,শফিক,সালাম,বরকত ৷
রক্তেৱ দামে কেনা
মোদেৱ প্রিয় বাংলা ভাষা
বর্ণমালাৱ প্রতি তাদেৱ ছিল
কতই না ভালোবাসা ৷
ভাষাৱ নামেই দেশটা
মোদেৱ প্রিয় বাংলাদেশ
রুপে,গুনে,বৈচিত্রে
তাহাৱ নাইযে শেষ ৷
মোৱা বাংলায় হাঁসি,বাংলাতে হাঁসায়,
বাংলায় কাঁদি,বাংলায় কাঁদায় ৷
বাংলাতে ভাসি,বাংলাতে ভাসায়
মোৱা বাংলাতেই কথা কই ৷
বাংলায় দেখি স্বপ্ন
মোৱা বাংলায় বাধি ঘড় ,
বাংলা ভাষা আমাদেৱ মুখে
বেচেঁ রবে অবিনশ্বৱ ৷
বাংলায় লিখি কবিতা
বাংলাতেই গান গাই,
বাংলা ভাষা সবাৱ সেৱা
তাহাৱ তুলনা নাই ৷
No comments