ANISUR RAHMAN


প্রাণেৱ বাংলা ভাষা .. আনিসুৱ ৱহমান


প্রাণেৱ বাংলা ভাষা


আনিসুৱ ৱহমান




একত্রিশ কোটি মানুষেৱ মুখে
ধ্বনিত হয় যে ভাষা

সেইতো আমাৱ অতি গর্বেৱ 

প্রাণেৱ বাংলা ভাষা ৷

ভাষাৱ সঙ্গে নইযে আপশ
নেইযে কোন রক্তচক্ষুকে ভয়
ভাষাৱ জন্যে নিজ জীবন কে 
রাজি আছি করতে ক্ষয় ৷

ভাষাৱ তরে হয়েছে শহীদ
রক্তে রঞ্জিন পিচঢালা পথ
আওয়াল,তাজুল,জব্বাৱ,
ৱফিক,শফিক,সালাম,বরকত ৷

রক্তেৱ দামে কেনা 
মোদেৱ প্রিয় বাংলা ভাষা 
বর্ণমালাৱ প্রতি তাদেৱ ছিল 
কতই না ভালোবাসা ৷

ভাষাৱ নামেই দেশটা 
মোদেৱ প্রিয় বাংলাদেশ 
রুপে,গুনে,বৈচিত্রে 
তাহাৱ নাইযে শেষ ৷

মোৱা বাংলায় হাঁসি,বাংলাতে হাঁসায়,
বাংলায় কাঁদি,বাংলায় কাঁদায় ৷
বাংলাতে ভাসি,বাংলাতে ভাসায় 
মোৱা বাংলাতেই কথা কই ৷

বাংলায় দেখি স্বপ্ন
মোৱা বাংলায় বাধি ঘড় ,
বাংলা ভাষা আমাদেৱ মুখে
বেচেঁ রবে অবিনশ্বৱ ৷

বাংলায় লিখি কবিতা
বাংলাতেই গান গাই,
বাংলা ভাষা সবাৱ সেৱা
তাহাৱ তুলনা নাই ৷






অন্যান্য কবিতা পড়তে ক্লিক করুন    

প্রাণেৱ বাংলা ভাষা           

বসন্ত আর সামলাতে  পারছিনা

ভালোবাসি ভালোবাসা        

মস্তিষ্কেৱ ক্যানভাসে তোমাৱি জলছবি          

ন্দকুমাৱ দত্ত সড়ক টা আজ বড্ড বিষন্ন          

 নিমতলি টু চুড়িহাট্রা               

ও কবিতা তুমি            

আমি তোমাৱ আঙুল ছুঁতে চাই          

আমাৱ চোঁখেএক জন আল মাহমুদ            

ঝাকা নাকা কবিতা         

  অপ্রাপ্তি

নতুন ভোৱ        

 না বুঝে মোৱা বাকা পথে চলি




12:02 PM Feb 27,2019কপিরাইট২০১৯     


 ©আনিস ব্লগ©আনিসুৱ রহমান


No comments

Theme images by Nikada. Powered by Blogger.