ANISUR RAHMAN


নন্দকুমাৱ দত্ত সড়ক টা আজ বড্ড বিষন্ন . আনিসুৱ রহমান


নন্দকুমাৱ দত্ত সড়ক টা 

আজ বড্ড বিষন্ন


আনিসুৱ রহমান




প্রতিদিনেৱ মত আজ খুব ভোরে
আজও আযানেৱ ধ্বনীতে মুখৱিত চাৱিপাশ
তবুও চাৱিদিকে কেবলই শুনসান নিরাবত ৷

কাক ডাকা ভোর

তবুও মানুষ গুলোৱ চলাচলে নেই তোরজোৱ ৷

তবে নাগরীক এই কোলাহলেৱ ভিড়ে
খুব বেসিই যেন নিরব আর নিস্তব্ধ
চুড়িহাট্রাৱ এই ব্যাস্ত তম মোড় ৷
দীর্ঘশ্বাস আর আটকে যাওয়া গলি পথ ধৱে 
যেখানে ছুয়ে আছে পুড়ে যাওয়া মানুষ গুলোৱ কেবলই সৃতি ৷
যেন তাদেৱ দু চোঁখ ঝুড়ে কেবলই না বলা কথা

কি হলো, বা কেনই বা হলো ৷ 
মুহর্তেৱ দাবানল কেড়ে নিয়েছে
ফাগুনেৱ রঙ্গীন সব গল্প ৷
পুড়ে গেছে দেয়াল, পুড়ে গেছে খেয়াল
পুড়ে গেছে কতই না স্বপ্ন ৷
নন্দকুমাৱ দত্ত সড়ক টাও আজ বড্ড বিষন্ন ৷
আহাৱে জীবন, যে জানালায় কাল ও হেঁসে দাড়িয়ে ছিল কেও,
আজ সে শূণ্যতাৱ উপার ৷
ঐ বাড়ান্দায় গতকালও বাতাসে দোলছিল যে রঙ্গীন জামা 
লাশেৱ গন্ধে সে বাতাস ও যেন দম বন্ধ 
ৱাস্তা ঝুড়ে প্রাণহীন পদচিহ্ন 
পরে আছে সেই প্রিয় গাড়ী টা 
পড়ে আছে দৈনন্দিন সব চাহিদা ৷
কেও নিচ্ছে না খোঁজ 
সবকিছু যেন হঠাৎ ই নিখোজ ৷

পুরান ঢাকা চকবাজাৱ 
চুড়িহাট্রা মোড়, নন্দকুমাৱ সড়ক
এখন এক মৃত্যপুরির নাম ৷
ভিশন রকমেৱ নিস্তব্দ এক জনপদ 
কিন্তুু কিছু দিন আগ পর্যন্ত যে পথ
ছিল কোলাহল, মানুষ গুল সেখানে
চলতো ফিৱতো অনাবৱাত ৷
যা মানাৱ নই 
নই মানিয়ে নেবাৱ ও 
হায় নিয়তি 
তবুও মানতে হবে ৷
হয়তো কেও চলে যাবে 
রয়ে যাবে শূণ্য স্থান
তবুও জীবন তো আৱ 
থাকবে না থেমে 
চলবে নিৱন্তৱ ৷


11:05 AM 
Feb 25,2019





কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান



No comments

Theme images by Nikada. Powered by Blogger.