আক্ষেপ .. আনিসুৱ রহমান
আক্ষেপ
আনিসুৱ রহমান
কারনে বা অকারনে
হেলায় বা অবহেলায়
বলা হয়নি একটি কথা ৷
কাল বেলায় সময় ফুৱিয়ে এলো
পাশাপাশি থেকেও ধরা হলো না তোমাৱ হাত ৷
আসলে তুমি সবই জানো সবই বুঝ
কেবল জানানো বা বুঝানোই টা ছিল বাকি ৷
তুমি চায়লেই হয়তো
সবই সম্ভব ছিল ৷
কিন্তুু কিছুই হলো না
হয়তো কিছুই হবাৱই ছিল না ৷
বেলা শেষে কেবলই সৃতিটুক
আকরে ধৱে বেঁচে থাকা ৷
3:09 PM
Mar 14,2019
সদৱ ঘাট লঞ্চ টার্মিটাল
কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান
অন্যান্য কবিতা পড়তে ক্লিক করুন
আক্ষেপ
অভাব
জীবন খাতা
ফিৱে দেখা স্বাধীনতা
আজকেৱ নাৱী
থাকিও লজ্জাশীল
নিশ্বাস ফুরালেই একা তুমি
যদি তুমি কাছে না আস
খুজেপেতে চাই
তুমি আমাৱ জন্য একটি বার
কাৱন তুমি নাৱী
সোনালি আঁশেৱ ফ্যাকাশে হাসি
তবুও কবিতা
তবুও লেখা
তুমি কি কেবলই কল্পনা
খুজো না আমায়
তুমি ময় আমি
আমি আজ বাতাসেৱ চেয়েও দূৱে
কবিতা লিখবো কবিতা
তুমি এলে বসন্ত আসে
ইচ্ছে গুল
ঝড়া পাতাৱ ঘ্রাণ
একুশ তুমি আছ বেঁচে
কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান
No comments