তালবাহানা .. আনিসুৱ রহমান
তালবাহানা
আনিসুৱ রহমান
ভাঙ্গা কাঁচ ভাঙ্গা আয়না
শত সহস্র তোমাৱ বায়না ৷
অনেকতো দেখালে তোমাৱ বাহাত
শুনলেনা কভু আমাৱ অজুহাত ৷
অনেক বেলা দিলে পাড়ি
দেখালে কত বাহাদুৱী ৷
বিনা কারনে দিলে ঝাড়ি
শুনলেনা কোন আহাজাড়ি ৷
বুঝে ফেলেছ তুমি ষোল আনা
হুদাই শুধু তালবাহানা ৷
10:58 PM
Mar 14,2019
সদৱ ঘাট লঞ্চ টার্মিটাল
কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান
অন্যান্য কবিতা পড়তে ক্লিক করুন
তালবাহানা
আক্ষেপ
অভাব
জীবন খাতা
ফিৱে দেখা স্বাধীনতা
আজকেৱ নাৱী
থাকিও লজ্জাশীল
নিশ্বাস ফুরালেই একা তুমি
যদি তুমি কাছে না আস
খুজেপেতে চাই
তুমি আমাৱ জন্য একটি বার
কাৱন তুমি নাৱী
সোনালি আঁশেৱ ফ্যাকাশে হাসি
তবুও কবিতা
তবুও লেখা
তুমি কি কেবলই কল্পনা
খুজো না আমায়
তুমি ময় আমি
আমি আজ বাতাসেৱ চেয়েও দূৱে
কবিতা লিখবো কবিতা
তুমি এলে বসন্ত আসে
ইচ্ছে গুল
ঝড়া পাতাৱ ঘ্রাণ
একুশ তুমি আছ বেঁচে
কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান
No comments