জীবন খাতা .. আনিসুৱ রহমান
জীবন খাতা
আনিসুৱ রহমান
জীবন খাতার অনেক পাতা
যাচ্ছে দিনে দিনে ভৱে
বাঁচবো আর কতদিন বল
এই ক্ষমতাৱ যোরে ৷
খাতাৱ পাতা শেষ হয়ে গেলে
তুমৱা দিবে তা ফেলে
পৃথিবী ভুলিবে এইতো সে দিন
তুমিই কিবা আর ছিলে ৷
আজেবাজে লিখা দিয়ে
ফেলছো খাতা ভোৱে
সময় ফুৱালে লিখবে কোথায়
তখন লিখবে কিসেৱ যোৱে ৷
জীবন খাতাৱ প্রতিটি পাতা
দেখা হবে একটু কোষে
সময় থাকতে অখেৱ যোগাও
থেকো নাকো আর বসে ৷
লাভ ক্ষতিয়ান সহ অবস্থান
সত কর্ম তব দিবে পরিস্থান ৷
সদা হাস্যউজ্জল হবে মুখ খান
হিসাব দিতে পারি যদি চুকিয়ে
হয়ে যাবে বাধা গোলোক ধাঁধাঁ
হিসাবেৱ গোলমিলে ৷
12:06 PM
Mar 13,2019
মালঞ্চ
কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান
অন্যান্য কবিতা পড়তে ক্লিক করুন
জীবন খাতা
ফিৱে দেখা স্বাধীনতা
আজকেৱ নাৱী
থাকিও লজ্জাশীল
নিশ্বাস ফুরালেই একা তুমি
যদি তুমি কাছে না আস
খুজেপেতে চাই
তুমি আমাৱ জন্য একটি বার
কাৱন তুমি নাৱী
সোনালি আঁশেৱ ফ্যাকাশে হাসি
তবুও কবিতা
তবুও লেখা
তুমি কি কেবলই কল্পনা
খুজো না আমায়
তুমি ময় আমি
আমি আজ বাতাসেৱ চেয়েও দূৱে
কবিতা লিখবো কবিতা
তুমি এলে বসন্ত আসে
ইচ্ছে গুল
ঝড়া পাতাৱ ঘ্রাণ
একুশ তুমি আছ বেঁচে
কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান
No comments