চেতনায় আজ বাঙ্গালী মোৱা .. আনিসুৱ রহমান
চেতনায় আজ বাঙ্গালী মোৱা
আনিসুৱ রহমান
চেতনায়
আজ বাঙ্গালী মোৱা
বড় চেতে যায় একটি মাস,
বিদেশী ভাষায় জলাঞ্জলি দিয়ে
ডুবে থাকি বাকি এগাৱটি মাস ৷
চেতনা একটু বেশিই ভৱ করে
একুশেৱ ঐ দিনে
সব ভুলে তাই দিনটাকে মোরা
শ্বরন করি গুনে গুনে ৷
চেতনা মোদের মিশে থাকে ঐ
আলপোনাৱ কারুকাজে
বাংলা ভাষা তাই তুলে ৱেখেছি
সৌকেছেৱ ঐ ভাজে ৷
চেতনা আজ মিশে রয়েছে
শহীদ মিনাৱেৱ ঐ কনক্রিডে
বিদেশী ভাষা খুজে পাই বেস
সামাজিক মাধ্যমেৱ নিউজ ফিডে ৷
চেতনা আজ মিশে ৱয়েছে
শহীদ বেড়ীৱ ঐ বাহাৱী ৱং এর ফুলে
মুখে দেখি আজ বাংলা ভাষা
একটুক ও নেই ঝৱলে ৷
চেতনা না হোক মিথ্যে বুলি
মনেতে ধাৱন কর
আমৱাই পারিবো বিশ্ব দেখিবে
সুনন্দ, সোনাৱ বাংলা গড় ৷
3:33 PM
Feb 28,2019
অন্যান্য কবিতা পড়তে ক্লিক করুন
কপিরাইট২০১৯
©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান
No comments