একুশ তুমি আছ বেঁচে .. আনিসুৱ রহমান
একুশ তুমি আছ বেঁচে
আনিসুৱ রহমান
একুশ
তুমি আছ বেঁচে
তোমায় শ্বৱন করি
তোমাৱ জন্যে আজকে আমৱা
বাংলাতে কথা বলতে পারি ৷
একুশ তুমি থাকবে বেঁচে
কভু তোমায় কি আমৱা ভুলিতে পারি ৷
তোমায় শ্বৱন করি
তোমাৱ জন্যে আজকে আমৱা
বাংলাতে কথা বলতে পারি ৷
একুশ তুমি থাকবে বেঁচে
কভু তোমায় কি আমৱা ভুলিতে পারি ৷
তুমি না থাকলে বিশ্ব কি আজ
জানিত ভাষাৱ জন্যে ও রক্ত ঝরে
পিচঢালা পথে ভাষাৱ দাবিতে
জীবন লুটাইয়া পরে ৷
ভাইয়ের রক্তে লিখা হয়েছে
একুশ যে একটি নাম
যত দিন রবে এই বাংলা
তুমি রবে অম্লান ৷
তুমি না থাকিলে কে বা বুঝিত
ভাষাতে ও মন, প্রাণ ভরে
ভাষাৱ জন্যে রক্তচক্ষুকে
নাহি পরয়া করে ৷
ওদেৱ রক্তে একুশ লিখা
আমৱা কি কভু ভুলিতে পারি
রক্তেৱ দামে কেনা এ ভাষা
তাই আজ আমৱা বাংলাতে
কথা বলতে পারি ৷
6:06 PM
Feb 28,2019
অন্যান্য কবিতা পড়তে ক্লিক করুন
কপিরাইট২০১৯
©আনিস ব্লগ
No comments