ANISUR RAHMAN


সোনালি আঁশেৱ ফ্যাকাশে হাসি .. আনিসুৱ রহমান


সোনালি আঁশেৱ ফ্যাকাশে হাসি


আনিসুৱ রহমান






পাটকে জাতীৱ কাছে
নতুন করে জনপ্রিয় করার জন্যে
কতইনা অভিনব আয়োজন
আসলে সবই কি বেসি প্রয়জন ?
ৱ্যালি আৱ কতই না সোভাযাত্রা
আনন্দের এক ভিন্ন মাত্রা
সোনালি আঁশেৱ সোনাৱ দেশ
পাট পন্যেৱ বাংলাদেশ
সোনালি আঁশেৱ সোনালি রং
আজ একটু বেশিই অনউজ্জল
পাটের দাম যখন একটু বেশিই দূর্বল





বাতাসে দোলে সোনালি আঁশ
বুকেৱ মধ্যে কেবল হাই হুতাস
বুকের মধ্যে কেবলই চাপা আক্ষেপ
নিচ্ছেনা কেও খোজ, সবাই করছে ভুলক্ষেপ
সোনালি আঁশেৱ সোনালি দিন
ফিৱে আসুক অমলিন
কৃষকেৱা পেলে পাটেৱ ন্যায্য মূল্য
তবেই হবে তাৱা ধন্য
বাড়লে পাটের বহুমূখি ব্যাবহাৱ
তবেই জুটবে কৃষকের মুখে আহাৱ ৷৷


1:05 AM
Mar 07,2019

কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান



বিশ্ব_পাট_দিবস_২০১৯

অন্যান্য কবিতা পড়তে ক্লিক করুন    

সোনালি আঁশেৱ ফ্যাকাশে হাসি
তবুও কবিতা
তবুও লেখা
তুমি কি কেবলই কল্পনা
খুজো না আমায়
তুমি ময় আমি
আমি আজ বাতাসেৱ চেয়েও দূৱে
কবিতা লিখবো কবিতা
 তুমি এলে বসন্ত আসে
 ইচ্ছে গুল
ঝড়া পাতাৱ ঘ্রাণ 
একুশ তুমি আছ বেঁচে 

কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান


No comments

Theme images by Nikada. Powered by Blogger.