নিশ্বাস ফুরালেই একা তুমি .. আনিসুৱ রহমান
নিশ্বাস ফুরালেই একা তুমি
আনিসুৱ রহমান
নিশ্বাস ফুরালেই একা তুমি
আপন জনেৱাও হবে পর
বলবেনা কেহ রেখেদে ওরে
বাঁধন হাৱা হয়ে সে যাচ্ছে যে উপাড় ৷
পরোপারে গেলে একটুক সময় ধরে
থকিবেনা কেহ বসে
করিয়াছ কি ? জ্ঞানে অঙ্গানে
হিসাব নিবেযে তা কোষে ৷
বাহিৱে লোক দেখান ইবাদত তোমাৱ
মনেতে বন্ধি ঈমান
স্রস্টাৱ কাছে ধনী, গরীব নাহী
সকলে মোৱা সমান ৷
নীয়তে ছিল ভেজাল তোমাৱ
ইবাদত ছিল পরিপাটি
আল্লাহুু তা দেখিয়ে দেবেন
আছে যা খুটিনাটি ৷
আছে যা খুটিনাটি ৷
পালাবাৱ কোন থাকবেনা পথ
থাকবেনা কোন নিরাপদ জনপদ ৷
আপন জনেরাও ব্যাস্ত ভিশন
নিজেৱ হিসাব নিয়ে
কি করে পথ দিবেযে পারি ঐ
পুলসিৱাত দিয়ে ৷
6:58 PM
Mar 07,2019
কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান
অন্যান্য কবিতা পড়তে ক্লিক করুন
নিশ্বাস ফুরালেই একা তুমি
যদি তুমি কাছে না আস
খুজেপেতে চাই
তুমি আমাৱ জন্য একটি বার
কাৱন তুমি নাৱী
সোনালি আঁশেৱ ফ্যাকাশে হাসি
তবুও কবিতা
তবুও লেখা
তুমি কি কেবলই কল্পনা
খুজো না আমায়
তুমি ময় আমি
আমি আজ বাতাসেৱ চেয়েও দূৱে
কবিতা লিখবো কবিতা
তুমি এলে বসন্ত আসে
ইচ্ছে গুল
ঝড়া পাতাৱ ঘ্রাণ
একুশ তুমি আছ বেঁচে
কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান
No comments