একটা কবিতা লিখেছিলাম .. আনিসুৱ রহমান
একটা কবিতা লিখেছিলাম
আনিসুৱ রহমান
একটা কবিতা
লিখেছিলাম
ভালোবাসাৱ রঙ্গে রঙ্গীন খামে
হাৱিয়ে ফেলেছি ঠিকানা তাই
পাঠানো হয়নি তোমাৱ নামে ৷
ভালোবাসাৱ রঙ্গে রঙ্গীন খামে
হাৱিয়ে ফেলেছি ঠিকানা তাই
পাঠানো হয়নি তোমাৱ নামে ৷
ভুলে গেছি
ঠিকানা আজ
শুনানো হয়নি তোমাৱ কানে ৷
কবিতাটি আজ উড়িয়ে দিলাম
ঐ নীল আকাশ পানে ৷
শুনানো হয়নি তোমাৱ কানে ৷
কবিতাটি আজ উড়িয়ে দিলাম
ঐ নীল আকাশ পানে ৷
আশা,ভালোবাসা,মায়া প্রেম
সবই ছিলো কোন এক সময়
এখন অতীত সৃতি জুৱে
কেবলই মাত্র দুঃসময় ৷
সবই ছিলো কোন এক সময়
এখন অতীত সৃতি জুৱে
কেবলই মাত্র দুঃসময় ৷
তোমাৱ সৃতি
বুকে নিয়ে
ভালোই কাটছে দিনগুলো
কালেৱ গর্ভে হাৱাচ্ছে আজ
ছোট বড় ভুল গুলো ৷
ভালোই কাটছে দিনগুলো
কালেৱ গর্ভে হাৱাচ্ছে আজ
ছোট বড় ভুল গুলো ৷
12:39 AM
Mar 21,2019
Mar 21,2019
কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
একটা কবিতা লিখেছিলাম
যুদ্ধহোক
মিথ্যে অমিও বাণী
থাকবো সত্যেৱ সঙ্গে
হোলিৱ কথাই বলি
এ বেলা সে বেলা
অপরাধী বনাম জঙ্গী
বুঝিনা কে তুমি
তালবাহানা
আক্ষেপ
অভাব
জীবন খাতা
ফিৱে দেখা স্বাধীনতা
আজকেৱ নাৱী
থাকিও লজ্জাশীল
নিশ্বাস ফুরালেই একা তুমি
যদি তুমি কাছে না আস
খুজেপেতে চাই
তুমি আমাৱ জন্য একটি বার
কাৱন তুমি নাৱী
সোনালি আঁশেৱ ফ্যাকাশে হাসি
তবুও কবিতা
তবুও লেখা
তুমি কি কেবলই কল্পনা
খুজো না আমায়
তুমি ময় আমি
আমি আজ বাতাসেৱ চেয়েও দূৱে
কবিতা লিখবো কবিতা
তুমি এলে বসন্ত আসে
ইচ্ছে গুল
ঝড়া পাতাৱ ঘ্রাণ
একুশ তুমি আছ বেঁচে
কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
No comments