বায়ু .. আনিসুৱ রহমান
বায়ু
আনিসুৱ রহমান
জন্ম মোৱ ভূবনেৱ তরে
স্রষ্টাৱ আশীর্বাদে
মম আকাশ মন্ডলী
গ্রহ নক্ষত্রভেদে ৷
স্রষ্টাৱ আশীর্বাদে
মম আকাশ মন্ডলী
গ্রহ নক্ষত্রভেদে ৷
তব শনশন
করে বহী ৱোজ
হুহু মোৱ হুঙ্কাৱ
বৃক্ষ ৱাশি উপরে ফেলি
গুড়িয়ে ফেলি বাড়ী
কাপিয়ে ফেলি জ্বল ৱাশি
ভাঙ্গীয়ে ফেলি নদীৱ পাড়ী ৷
হুহু মোৱ হুঙ্কাৱ
বৃক্ষ ৱাশি উপরে ফেলি
গুড়িয়ে ফেলি বাড়ী
কাপিয়ে ফেলি জ্বল ৱাশি
ভাঙ্গীয়ে ফেলি নদীৱ পাড়ী ৷
তব আকাশ
মন্ডলী
সাৱা ভূবনে সর্বত্র আমাৱ বাস
আমি ছাৱা তোৱা সবাই নিশ্ব
মূহর্তে সবই হবে সর্বনাশ ৷
সাৱা ভূবনে সর্বত্র আমাৱ বাস
আমি ছাৱা তোৱা সবাই নিশ্ব
মূহর্তে সবই হবে সর্বনাশ ৷
আমি নাচায়
ঐ বনেৱ বৃক্ষ ৱাশি
ভাঙ্গী ঐ বনেৱ পাখিৱ নীড়
আমি ভেঙ্গেচুড়ে সব উপরে ফেলি
করি জনতাৱ ভীৱ ৷
ভাঙ্গী ঐ বনেৱ পাখিৱ নীড়
আমি ভেঙ্গেচুড়ে সব উপরে ফেলি
করি জনতাৱ ভীৱ ৷
আমি হাসিতে
হাসিতে
আলোতে নিশিতে
তোমাতে আমাতে আশি
সদা সর্বদা তোমাতেই
থাকি মিশি ৷
আলোতে নিশিতে
তোমাতে আমাতে আশি
সদা সর্বদা তোমাতেই
থাকি মিশি ৷
আমি ঘর্ষণে
বর্ষনে
তীব্র স্রতে নীল আকাশের ঐ
মেঘ মল্লৱে দেই বাৱি
মেঘ ৱাশিকে দূৱ পথে
করে দেই পাৱি ৷
তীব্র স্রতে নীল আকাশের ঐ
মেঘ মল্লৱে দেই বাৱি
মেঘ ৱাশিকে দূৱ পথে
করে দেই পাৱি ৷
আমি হাসিতে
হাসিতে
করিজে চিৎকাৱ
পুষ্প ঘ্রাণ লই লুটে
ঘ্রাণ তব সঙ্গে করে
দূৱ পথে যাই ছুটে ৷
করিজে চিৎকাৱ
পুষ্প ঘ্রাণ লই লুটে
ঘ্রাণ তব সঙ্গে করে
দূৱ পথে যাই ছুটে ৷
আমি জ্বালিয়ে
দেই অগ্নি
পুড়িয়ে সব করে দেই ছাৱখাৱ
আমি আবাৱ নিভায় অনল
হীম শিতল করেদেই ধৱনী ৷
পুড়িয়ে সব করে দেই ছাৱখাৱ
আমি আবাৱ নিভায় অনল
হীম শিতল করেদেই ধৱনী ৷
আমি ঐ
বাঁশি ঐ সুৱ সঙ্গে
লয়ে
পাড়ি দেই বহুদূর পথ
প্রাণীকুলকে উচ্ছসিত করি
দেখাই নয়া পথ ৷
পাড়ি দেই বহুদূর পথ
প্রাণীকুলকে উচ্ছসিত করি
দেখাই নয়া পথ ৷
আমি হাসায়
আমি কাঁদায়
আমি বহি নিরবধী
আমি বায়ু
আমাৱ এ পথ রুখবে কে আৱ
আজ ও আনাবধী ৷
আমি বহি নিরবধী
আমি বায়ু
আমাৱ এ পথ রুখবে কে আৱ
আজ ও আনাবধী ৷
স্রষ্টাৱ হুকুমে
চলিফিৱি আমি
করিনাযে উনিশ বিশ
স্রষ্টাৱ দেখা পেলে তুই
আমায় খবর দিস ৷
করিনাযে উনিশ বিশ
স্রষ্টাৱ দেখা পেলে তুই
আমায় খবর দিস ৷
2:46 PM
Apr 04,2019
বাহাদুৱ শাহ্ পার্ক
Apr 04,2019
বাহাদুৱ শাহ্ পার্ক
কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান
অন্যান্য কবিতা পড়তে ক্লিক করুন
·
বায়ু
·
ইদানিং দিন গুলি
·
কবিতা কি কেবল
·
হলো না
·
চাঁদ
·
বাঙ্গালীৱ বৈশাখ
·
অবশেষে বৈশাখ
·
কবে জাতীৱ হবে হুশ ?
·
বড় লোভি আমি
·
কথাৱ সন্ধি
·
এক মানবী
·
স্বাধীনতা মানে
·
সেই অন্ধকাৱ রাত্রী
·
দশ মাস দশ দিন
·
একটা কবিতা লিখেছিলাম
·
যুদ্ধহোক
·
মিথ্যে অমিও বাণী
·
থাকবো সত্যেৱ সঙ্গে
·
হোলিৱ কথাই বলি
·
এ বেলা সে বেলা
·
অপরাধী বনাম জঙ্গী
·
বুঝিনা কে তুমি
·
তালবাহানা
·
আক্ষেপ
·
অভাব
·
জীবন খাতা
·
ফিৱে দেখা স্বাধীনতা
·
আজকেৱ নাৱী
·
থাকিও লজ্জাশীল
·
নিশ্বাস ফুরালেই একা তুমি
·
যদি তুমি কাছে না আস
·
খুজেপেতে চাই
·
তুমি আমাৱ জন্য একটি বার
·
কাৱন তুমি নাৱী
·
সোনালি আঁশেৱ ফ্যাকাশে হাসি
·
তবুও কবিতা
·
তবুও লেখা
·
তুমি কি কেবলই কল্পনা
·
খুজো না আমায়
·
তুমি ময় আমি
·
আমি আজ বাতাসেৱ চেয়েও দূৱে
·
কবিতা লিখবো কবিতা
·
তুমি এলে বসন্ত আসে
·
ইচ্ছে গুল
·
ঝড়া পাতাৱ ঘ্রাণ
·
একুশ তুমি আছ বেঁচে
·
কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
·
©আনিসুৱ রহমান
No comments