কথাৱ সন্ধি .. আনিসুৱ রহমান
কথাৱ সন্ধি
আনিসুৱ রহমান
ধৱাধৱি ছারাছাৱি
নাৱানাৱি কাৱাকাৱি
পাসাপাসি হাসাহাসি
সবকিছু একটু বেসি
হচ্ছে যেন বাড়াবাড়ি ৷
নাৱানাৱি কাৱাকাৱি
পাসাপাসি হাসাহাসি
সবকিছু একটু বেসি
হচ্ছে যেন বাড়াবাড়ি ৷
হাটাহাটি খাঁটাখাটি
পাতাপাতি জাতাজাতি
ছুটাছুটি লাফালাফি
যুতসই বলো কই ৷
পাতাপাতি জাতাজাতি
ছুটাছুটি লাফালাফি
যুতসই বলো কই ৷
মৃদু হাসি
উচ্চ ভাষী
কন্ঠ যেন উচ্চ আতঙ্ক
মুখখানা যেন
অতি ব্যাঙ্গাত্ব ৷
কন্ঠ যেন উচ্চ আতঙ্ক
মুখখানা যেন
অতি ব্যাঙ্গাত্ব ৷
রকমাৱি অতি
বাহাড়ী
মুখে ঢং মনে ৱং
চুপচাপ পোচপাচ
সময় ভুলে ক্যামেৱা জৱে
ছবির ক্লিক ঠুসঠাস ৷
মুখে ঢং মনে ৱং
চুপচাপ পোচপাচ
সময় ভুলে ক্যামেৱা জৱে
ছবির ক্লিক ঠুসঠাস ৷
ভালোবাসায় বন্ধি
কথাৱ সন্ধি
কথাৱ সন্ধি
একটু লোভি
অতি আনন্দি ৷
অতি আনন্দি ৷
সময় ভুলে
একটু পরে
সূর্য মামা গেল টুটে
অন্ধকাৱ এখন ৱাজ করবে
আলো সব নিয়ে যাবে লুটে
তবুও মানুষ গুলো সব
স্থিৱ আছে
যাচ্ছে না কেয়ই ছুটে ৷
একটু পরে
সূর্য মামা গেল টুটে
অন্ধকাৱ এখন ৱাজ করবে
আলো সব নিয়ে যাবে লুটে
তবুও মানুষ গুলো সব
স্থিৱ আছে
যাচ্ছে না কেয়ই ছুটে ৷
6:19 PM
Mar 27,2019
Mar 27,2019
ৱমনা পার্ক
কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
অন্যান্য কবিতা পড়তে ক্লিক করুন
কথাৱ সন্ধি
এক মানবী
স্বাধীনতা মানে
সেই অন্ধকাৱ রাত্রী
দশ মাস দশ দিন
একটা কবিতা লিখেছিলাম
কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
No comments