ঘুম ভেঙ্গে গেছে .. আনিসুৱ রহমান
ঘুম ভেঙ্গে গেছে
আনিসুৱ রহমান
ঘুম ভেঙ্গে গেছে
কি আশ্চর্য আমি এখনও বেঁচে আছি
তবে কি আমাৱ হাতে হয়েছে
আর অল্প কিছু সময় ৷
এই ধুলা আৱ ধুয়াৱ নগরীতে
নিজেকে মানিয়ে নেয়াৱ
চেস্টা করবো আৱো কিছুটা সময় ৷
নাকি স্রতের ভেলায় গাভাসিয়ে দিয়ে
সকল পাপ আৱ অন্যায়ের সাথে
মিশিয়ে ফেলবো নিজেকে ৷
কি আশ্চর্য আমি এখনও বেঁচে আছি
তবে কি আমাৱ হাতে হয়েছে
আর অল্প কিছু সময় ৷
এই ধুলা আৱ ধুয়াৱ নগরীতে
নিজেকে মানিয়ে নেয়াৱ
চেস্টা করবো আৱো কিছুটা সময় ৷
নাকি স্রতের ভেলায় গাভাসিয়ে দিয়ে
সকল পাপ আৱ অন্যায়ের সাথে
মিশিয়ে ফেলবো নিজেকে ৷
এই দূষিত
বায়ুৱ
শহৱে
নিজেকে কি দূষন মুক্ত
করে রাখতে পারবো ?
পারবো কি নিজেকে
শুদ্ধ করে তুলতে?
যদি নিযেকে এ পাপ থেকে
একটু দুৱে রাখতে পারি
তবে এটাই আমাৱ ঈমানী
পরীক্ষাৱ এক বড় জয় ৷৷৷৷
নিজেকে কি দূষন মুক্ত
করে রাখতে পারবো ?
পারবো কি নিজেকে
শুদ্ধ করে তুলতে?
যদি নিযেকে এ পাপ থেকে
একটু দুৱে রাখতে পারি
তবে এটাই আমাৱ ঈমানী
পরীক্ষাৱ এক বড় জয় ৷৷৷৷
2:03 PM
Mar 05,2019
Mar 05,2019
কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান
অন্যান্য কবিতা পড়তে ক্লিক করুন
ঘুম ভেঙ্গে গেছে
সেই লাল টুকটুকে পুতুল
সাকৱাইনেৱ নীল চিঠি
এক ৱাশ ঘ্রনা
তবুও কবিতা
তবুও লেখা
তুমি কি কেবলই কল্পনা
খুজো না আমায়
তুমি ময় আমি
আমি আজ বাতাসেৱ চেয়েও দূৱে
কবিতা লিখবো কবিতা
তুমি এলে বসন্ত আসে
ইচ্ছে গুল
ঝড়া পাতাৱ ঘ্রাণ
একুশ তুমি আছ বেঁচে
কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান
No comments