বৈশাখ এলো .. আনিসুৱ রহমান
বৈশাখ এলো
আনিসুৱ রহমান
বৈশাখ
এলো নতুন করে
পঞ্জিকাৱ ঐ পাতায়
কালবৈশাখী ঝড় উঠেছে
রঙ্গীন ছাতা দে মাথায় ৷
পঞ্জিকাৱ ঐ পাতায়
কালবৈশাখী ঝড় উঠেছে
রঙ্গীন ছাতা দে মাথায় ৷
পুরনো
সৃতি পিছনে ফেলে
এলো বৈশাখ বাঙ্গালীৱ ঘড়ে
কাচ্চি বিড়িয়ানি দূৱে ঠেলে
পান্তা ইলিশ করে ৷
এলো বৈশাখ বাঙ্গালীৱ ঘড়ে
কাচ্চি বিড়িয়ানি দূৱে ঠেলে
পান্তা ইলিশ করে ৷
রঙ্গীন
শাড়ী পড়ে নাৱী
চলে হেলে দুলে
আজ এসেছে বৈশাখ তাই
পুরনোকে যাই ভুলে ৷
চলে হেলে দুলে
আজ এসেছে বৈশাখ তাই
পুরনোকে যাই ভুলে ৷
বৈশাখ
এলে শহরে গ্রামে
পথে ঘাটে বসে কতো মেলা
মেলাৱ মধ্যে দেখি কতো
মজাৱ মজাৱ খেলা ৷
পথে ঘাটে বসে কতো মেলা
মেলাৱ মধ্যে দেখি কতো
মজাৱ মজাৱ খেলা ৷
হালাল
হাৱাম ভুলে গিয়ে
দিনটা কাটায় বেস
বছর শেষে বৈশাখ এসেছে
কাটছেনা খুশিৱ ৱেশ ৷
দিনটা কাটায় বেস
বছর শেষে বৈশাখ এসেছে
কাটছেনা খুশিৱ ৱেশ ৷
বৈশাখ হলো নতুন করে
আৱো একটি বছর পাওয়া
স্রষ্টাৱ কাছে নতুন করে
ভালো কিছু চাওয়া ৷
12:17
PM
Apr 09,2019
গেন্ডাৱিয়া
Apr 09,2019
গেন্ডাৱিয়া
কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান
অন্যান্য কবিতা পড়তে ক্লিক করুন
Ø
বৈশাখ এলো
Ø
বৈশাখ এসো
Ø
বৃষ্টি সে তো
Ø মিনতি
Ø তুমি চলে যাচ্ছ
Ø ইতিহাস
Ø আজ ঢেউ গুনবো
Ø বৃষ্টি তুমি বড়ই অদ্ভূত
Ø সূর্য
Ø বায়ু
Ø ইদানিং দিন গুলি
Ø কবিতা কি কেবল
Ø হলো না
Ø চাঁদ
Ø
বাঙ্গালীৱ বৈশাখ
Ø
অবশেষে বৈশাখ
Ø
কবে জাতীৱ হবে হুশ ?
Ø
বড় লোভি আমি
Ø
কথাৱ সন্ধি
Ø
এক মানবী
Ø
স্বাধীনতা মানে
Ø
সেই অন্ধকাৱ রাত্রী
Ø
দশ মাস দশ দিন
Ø
একটা কবিতা লিখেছিলাম
Ø যুদ্ধহোক
Ø মিথ্যে অমিও বাণী
Ø থাকবো সত্যেৱ সঙ্গে
Ø
হোলিৱ কথাই বলি
Ø এ বেলা সে বেলা
Ø অপরাধী বনাম জঙ্গী
Ø বুঝিনা কে তুমি
Ø তালবাহানা
Ø আক্ষেপ
Ø অভাব
Ø জীবন খাতা
Ø ফিৱে দেখা স্বাধীনতা
Ø আজকেৱ নাৱী
Ø থাকিও লজ্জাশীল
Ø নিশ্বাস ফুরালেই একা তুমি
Ø যদি তুমি কাছে না আস
Ø খুজেপেতে চাই
Ø তুমি আমাৱ জন্য একটি বার
Ø কাৱন তুমি নাৱী
Ø সোনালি আঁশেৱ ফ্যাকাশে হাসি
Ø তবুও কবিতা
Ø তবুও লেখা
Ø তুমি কি কেবলই কল্পনা
Ø খুজো না আমায়
Ø তুমি ময় আমি
Ø আমি আজ বাতাসেৱ চেয়েও দূৱে
Ø কবিতা লিখবো কবিতা
Ø তুমি এলে বসন্ত আসে
Ø ইচ্ছে গুল
Ø ঝড়া পাতাৱ ঘ্রাণ
Ø একুশ তুমি আছ বেঁচে
· কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
· ©আনিসুৱ রহমান
No comments