অভাব .. আনিসুৱ রহমান
অভাব
আনিসুৱ রহমান
অভাবী ঘড়েৱ জানালা দিয়ে
বেরিয়ে গেলো সুখ
কি লাভ হবে কেঁদে কেঁদে শুধু
ভাসাস যদি তোৱ বুক ৷
অভাব এলে সুখ পালাবে
এইতো জানা কথা
ভেবে কেন তুমি শুধু শুধু তবে
করছো মাথা ব্যাথা ৷
সুখ যদি তোৱ সম্বল হতো
পালাতো তা কি কবে
সুখ যেন আজ মরিচিকা বলে
হাৱিয়ে গেল সবে ৷
ভালোবাসা আজ বিলিন হয়েছে
অভাবেৱ তারনাতে
ঠিকমত আজ আহাৱ জুটে না
তিন বেলা তাৱ পাতে ৷
ভালোবাসাৱ মিষ্টি বুলিতে
ভরবে কি তাহাৱ পেট
ভালোবাসাৱ ঘ্যানঘ্যানি শুনে
তাৱ মাথা আজ হেঠ ৷
ভালোবাসাৱ দারুন শক্তি
বাধিল এক শক্ত বাঁধন
বাঁদন আজ ঢিলে হয়ে গেছে
আভাবেৱ দরুন ৷
ভালোবাসাৱ রং ফিকে হয়ে গেছে
ঝলসে গেছে ভিশন
সংসাৱ আজ খুজছে তবে
ভিন্ন কোথাও আসন ৷
2:11 PM
Mar 14,2019
ঈগল
সদৱ ঘাট লঞ্চ টার্মিটাল
কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান
অন্যান্য কবিতা পড়তে ক্লিক করুন
অভাব
জীবন খাতা
ফিৱে দেখা স্বাধীনতা
আজকেৱ নাৱী
থাকিও লজ্জাশীল
নিশ্বাস ফুরালেই একা তুমি
যদি তুমি কাছে না আস
খুজেপেতে চাই
তুমি আমাৱ জন্য একটি বার
কাৱন তুমি নাৱী
সোনালি আঁশেৱ ফ্যাকাশে হাসি
তবুও কবিতা
তবুও লেখা
তুমি কি কেবলই কল্পনা
খুজো না আমায়
তুমি ময় আমি
আমি আজ বাতাসেৱ চেয়েও দূৱে
কবিতা লিখবো কবিতা
তুমি এলে বসন্ত আসে
ইচ্ছে গুল
ঝড়া পাতাৱ ঘ্রাণ
একুশ তুমি আছ বেঁচে
কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান
No comments