সাকৱাইনেৱ নীল চিঠি .. আনিসুৱ রহমান
সাকৱাইনেৱ নীল চিঠি
আনিসুৱ রহমান
এবাৱ সাকৱাইনে তোকে একটা
লাল ঘুড়ি কিনে দিবো ,
সাথে থাকবে লম্বা নাইলনেৱ সুতা
আৱ সুন্দৱ কারুকাজ যুক্ত নাটাই ৷
তুই ছাদেৱ উপর থেকে ঘুড়ি টা উড়িয়ে দিবি,
ছেৱে দিবি সবটুক সুত
যতটুক আছে ঐ নাটায়েৱ সাথে ৷
ঘুড়িটা দুৱ থেকে দুৱে
বহুদুৱে যেতে থাকবে,
ডানাহীন পাখিৱ মতন উড়তে
থাকবে ঐ নীল নীলিমায় ৷
ঘুড়িটি পাখিৱ সঙ্গে মিলিয়ে
ফেলবে নিজেকে ৷
ঘুড়িৱ নাচনে নেচে উঠবে তোৱ
হাসিমাখা মুখ খানি ৷
এ গগন বিদাৱি হাসি যেন
ধৱনী কোনদিন দেখেনী ৷
প্রতি ক্ষনে শেষ হয়ে যাবে
নাটায়েৱ সাথে জরানো সমস্থ সুত
সুতৱ ভাজ থেকে বেড়িয়ে পরবে
সেই নীল চিঠি খানি
যাতে কেবলই লিখা
ভালোবাসি,ভালোবাসি,
কেবলই ভালোবাসি,,,, ৷৷৷৷
3:30 PM
Mar 05,2019
কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান
অন্যান্য কবিতা পড়তে ক্লিক করুন
সাকৱাইনেৱ নীল চিঠি
এক ৱাশ ঘ্রনা
তবুও কবিতা
তবুও লেখা
তুমি কি কেবলই কল্পনা
খুজো না আমায়
তুমি ময় আমি
আমি আজ বাতাসেৱ চেয়েও দূৱে
কবিতা লিখবো কবিতা
তুমি এলে বসন্ত আসে
ইচ্ছে গুল
ঝড়া পাতাৱ ঘ্রাণ
একুশ তুমি আছ বেঁচে
কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান
No comments