স্বাধীনতা মানে ... আনিসুৱ রহমান
স্বাধীনতা মানে
আনিসুৱ রহমান
স্বাধীনতা মানে ভোরেৱ ৱক্তিম সূর্য
একাএকা চুপটি করে দেখা,
স্বাধীনতা মানে সূর্যেৱ আলো
ভাগ করে নিতে শেখা ৷
একাএকা চুপটি করে দেখা,
স্বাধীনতা মানে সূর্যেৱ আলো
ভাগ করে নিতে শেখা ৷
স্বাধীনতা মানে
মৃদু বাতাশে
জ্বলেৱ সেই নাচন
স্বাধীনতা মানে ভোৱ বিহানে
পাখিৱ কিচিড়মিচিড় ভাষোন ৷
জ্বলেৱ সেই নাচন
স্বাধীনতা মানে ভোৱ বিহানে
পাখিৱ কিচিড়মিচিড় ভাষোন ৷
স্বাধীনতা মানে
কৃষকেৱ মুখে
একটুকো মিষ্টি হাসি
স্বাধীনতা মানে মাঠে
ফসলেৱ নাচানাচি ৷
একটুকো মিষ্টি হাসি
স্বাধীনতা মানে মাঠে
ফসলেৱ নাচানাচি ৷
স্বাধীনতা মানে
খুব সকালে
মিষ্টি রোদেৱ চাহনী
স্বাধীনতা মানে দেশের মাটিতে
ভীনদেশী টিভি সিৱিয়ালেৱ কাহিনী ৷
মিষ্টি রোদেৱ চাহনী
স্বাধীনতা মানে দেশের মাটিতে
ভীনদেশী টিভি সিৱিয়ালেৱ কাহিনী ৷
স্বাধীনতা মানে
বাতাসে উরা ঐ
লাল সবুজ পতাকার পতপত শব্দ
দেশে আজ ভীনদেশী ভাষা করিতেছে শাষন
বাংলাকে করেছে জব্দ ৷
লাল সবুজ পতাকার পতপত শব্দ
দেশে আজ ভীনদেশী ভাষা করিতেছে শাষন
বাংলাকে করেছে জব্দ ৷
স্বাধীনতা মানে
বঙ্গবন্ধুৱ
জ্বালাময়ী সে ভাষোন
যে ভাষোন আজ দেশ স্বাধীন করে
বিশ্বে করে নিয়েছে আসন ৷
জ্বালাময়ী সে ভাষোন
যে ভাষোন আজ দেশ স্বাধীন করে
বিশ্বে করে নিয়েছে আসন ৷
স্বাধীনতা মানে
ইচ্ছে মতন
একটু ঘোৱাঘুৱি
স্বাধীনতা মানে ইচ্ছে হলে
লিখতে বসে পরি ৷
একটু ঘোৱাঘুৱি
স্বাধীনতা মানে ইচ্ছে হলে
লিখতে বসে পরি ৷
স্বাধীনতা মানে
কানে ভেসে আসে
বাংলা গানেৱ সুৱ
বাংলা আমাৱ কতই না আপন
কতইনা সুমধুৱ ৷
বাংলা গানেৱ সুৱ
বাংলা আমাৱ কতই না আপন
কতইনা সুমধুৱ ৷
স্বাধীনতা মানে
স্লোগানে স্লোগানে
প্রকম্পিত জনপদ
স্বাধীনতা মানে মাথানানুয়ানো
দৃঢ় এক শপথ ৷
প্রকম্পিত জনপদ
স্বাধীনতা মানে মাথানানুয়ানো
দৃঢ় এক শপথ ৷
স্বাধীনতা মানে
শহীদেৱ বুকে
রক্তেৱ সেই লাল দাগ
রক্তদিয়ে পেয়েছি স্বাধীন পতাকা,
মানচিত্রম হতে দিবোনা তা ভাগ ৷
রক্তেৱ সেই লাল দাগ
রক্তদিয়ে পেয়েছি স্বাধীন পতাকা,
মানচিত্রম হতে দিবোনা তা ভাগ ৷
পেয়েছি বাংলা
দিয়েছি ৱক্ত
দেশকে ভালোবেসে হতে চাই সিক্ত ৷
দেশকে ভালোবেসে হতে চাই সিক্ত ৷
11:32 PM
Mar 26,2019
Mar 26,2019
কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
অন্যান্য কবিতা পড়তে ক্লিক করুন
স্বাধীনতা মানে
সেই অন্ধকাৱ রাত্রী
দশ মাস দশ দিন
একটা কবিতা লিখেছিলাম
কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
No comments