ANISUR RAHMAN


ফিৱে দেখা স্বাধীনতা .. আনিসুৱ রহমান


ফিৱে দেখা স্বাধীনতা



আনিসুৱ রহমান




ত্রিশ লক্ষ সৈনিকেৱ মাথা না নোয়ানো
সিংহেৱ মত গর্জন
নয় মাস পর পেলাম স্বাধীনতা
বিজয় হলো অর্জন


বুকে সাহস মনে বল নিয়ে
তারা ছিল জাগ্রত
চালাও গুলি ছুরো গ্রেনেট 
মাৱবি তোৱা আর কত


দেশের জন্যে ৱক্ত দিব
শহীদ হবো নতুবা গাজী
তোৱা হিংস্র, তোৱা জানোয়াৱ 
যতই হস না কেন পাজি


বাংলাৱ সবুজ মাঠে 
বুকেৱ রক্ত দিয়ে আঁকা
ৱক্ত দিয়ে কেনা মোদের 
লাল সবুজের পতাকা


লাখো মানুষেৱ হত্যাৱ 
সংবাদে প্রকম্বিত মানবতা
লখো শহীদেৱ ৱক্তের 
ফসল আমাৱ স্বাধীনতা


এক ৱক্ত গঙ্গা পাড়ী দিয়ে
পেলাম স্বাধীন ভূমি
সে স্বাধীনতা করছি ভোগ আজ 
আমৱা,তুমি আৱ আমি


সাত মার্চেৱ সেই 
ভাষনে একগ্র জনতা
বিশ্ব এবাৱ দেখলো আবাৱ
আমাদেৱ ক্ষমতা


লাখো শহীদদেৱ রক্তেৱ বদলায় 
করেছি স্বাধীনতা অর্জন
জীবন দিয়েও ৱাখিবো এর সদাসম্মান
দিব না কভু বিসর্জন


5:27 PM
Mar 12,2019
সাভাৱ সিটি সেন্টাৱ, মসজিদ

কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান


অন্যান্য কবিতা পড়তে ক্লিক করুন    

ফিৱে দেখা স্বাধীনতা
আজকেৱ নাৱী
থাকিও লজ্জাশীল
নিশ্বাস ফুরালেই একা তুমি
যদি তুমি কাছে না আস
খুজেপেতে চাই 
তুমি আমাৱ জন্য একটি বার
কাৱন তুমি নাৱী
সোনালি আঁশেৱ ফ্যাকাশে হাসি
তবুও কবিতা
তবুও লেখা
তুমি কি কেবলই কল্পনা
খুজো না আমায়
তুমি ময় আমি
আমি আজ বাতাসেৱ চেয়েও দূৱে
কবিতা লিখবো কবিতা
 তুমি এলে বসন্ত আসে
 ইচ্ছে গুল
ঝড়া পাতাৱ ঘ্রাণ 
একুশ তুমি আছ বেঁচে 

কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান






No comments

Theme images by Nikada. Powered by Blogger.