হোলিৱ কথাই বলি ... আনিসুৱ রহমান
হোলিৱ
কথাই বলি
আনিসুৱ
রহমান
সাৱা
দিনই চললো
হোলি
আজ
না হয়
হলির কথাই
বলি
বাংলা
শব্দে ছন্দেৱ
কোলাকুলি
তবে
শুরু হোক
জলিফলি ৷
রং
মেখে ঢং
সেঝে
কাটালি
সাৱাটি বেলা
কে
হিন্দু কে
মুসলিম বুঝা
যাচ্ছিলোনা
এ বেলা
৷
মুখে
ৱং বুকে
ঢং
কাটলো
সময় বেশ
দিন
শেষে ঘড়ে
ফিরে
কটছেনা
আনন্দেৱ রেশ
৷
ধর্ম
যাৱযার উৎসব
সবাৱ
এই
হলো বুকে
চেতনা
বুঝবি
তুই কিসে
এতেই
আছে কি
যাতোনা ৷
নানান
ৱঙ্গে নানান
ঢঙ্গে
হয়ে
গেলি তুই
আজ একাকাৱ
এই
ৱঙ্গেৱই হিসাব
হবে
কাল
পরোপারে ঐ
উপার ৷
কপিৱাইট
anis365. com
8:09 PM
Mar 21,2019 (BRTC)
কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
অন্যান্য কবিতা পড়তে ক্লিক করুন
হোলিৱ কথাই বলি
এ বেলা সে বেলা
অপরাধী বনাম জঙ্গী
বুঝিনা কে তুমি
তালবাহানা
আক্ষেপ
অভাব
জীবন খাতা
ফিৱে দেখা স্বাধীনতা
আজকেৱ নাৱী
থাকিও লজ্জাশীল
নিশ্বাস ফুরালেই একা তুমি
যদি তুমি কাছে না আস
খুজেপেতে চাই
তুমি আমাৱ জন্য একটি বার
কাৱন তুমি নাৱী
সোনালি আঁশেৱ ফ্যাকাশে হাসি
তবুও কবিতা
তবুও লেখা
তুমি কি কেবলই কল্পনা
খুজো না আমায়
তুমি ময় আমি
আমি আজ বাতাসেৱ চেয়েও দূৱে
কবিতা লিখবো কবিতা
তুমি এলে বসন্ত আসে
ইচ্ছে গুল
ঝড়া পাতাৱ ঘ্রাণ
একুশ তুমি আছ বেঁচে
কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
No comments