ANISUR RAHMAN


ঝাকা নাকা কবিতা আনিসুৱ ৱহমান

ঝাকা নাকা কবিতা

আনিসুৱ ৱহমান




কেমন যেন হয়ে আছে আকাশটা
মেঘেৱা সব ধৱলো বায়না,
বৃষ্টি নামবে বলেই কতইনা বায়না
অসুক বৃষ্টি নামুক ঝড় কে বা চায় না ৷
বৃষ্টি নামুক নাচেৱ তালে,
শৱীৱ ভেজাব বৃষ্টিৱ জলে ৷
ভিজবে শহর ভিজবে গা
জলে ভিজাব আমাৱ পা ৷
ভিজে হোক সারা, এপাড়া ও পাড়া
ভিজে যাক মাটি, ঘাস গুল হোক খাঁটি৷

চলবে,,,,,,,
আনিসুৱ ৱহমান,,
কপিৱাইট ২০১৯ ©আনিস ব্লগ
09:38 AM
Feb 09,2019
#BRTC

অন্যান্য কবিতা পড়তে ক্লিক করুন    

তুমি ময় আমি
আমি আজ বাতাসেৱ চেয়েও দূৱে
কবিতা লিখবো কবিতা
 তুমি এলে বসন্ত আসে
 ইচ্ছে গুল
ঝড়া পাতাৱ ঘ্রাণ 
একুশ তুমি আছ বেঁচে 

কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান






No comments

Theme images by Nikada. Powered by Blogger.