ANISUR RAHMAN


ওগো বিদায়ী কবি মোঃসামিদুল ইসলাম







এ পৃথিবীর সর্বত্র ছাড়ি
দিয়েছো তুমি দুর আকাশ পারি।
মুসলিম তুমি ছিলে এ ধরায়
আল্লাহর কাছে আরজ করি
তবো মুক্তির তরে প্রার্থনা করি।
হে প্রিয় কবি তবো নসিব হোক
জান্নাতের সেই সু মধুর ঘ্রাণ
আল্লাহ আপনাকে ক্ষমা করুক
রাখুক আপনার ঈমানের সম্মান।
মোদের ও তুমি দান করো আল্লাহ
ইসলাম নিয়ে লিখার ধর্য্য
মোদের তুমি আরও দাও
মাজলুম হলে করিতে সহ্য।



No comments

Theme images by Nikada. Powered by Blogger.