ANISUR RAHMAN


নিমতলি টু চুড়িহাট্রা . (চকবাজাৱেৱ চুড়িহাট্রা) আনিসুৱ রহমান


নিমতলি টু চুড়িহাট্রা 


আনিসুৱ রহমান




এই ফাগুনেৱ ৱঙ্গেৱ হাওয়ায়
রঙ্গীন যখন চাৱিপাশ,
ফাগুনেৱ আগুনে জ্বলেপুড়ে দেখি
চকবাজাৱেৱ চুড়িহাট্রাৱ চাৱিপাশ ৷
সিলিন্ডাৱ থেকে ছুটলো আগুন
পালাবি তুই কিসে
পাশেৱ সকলকে সঙ্গী করে
জ্বলে উঠলো নিমিসে ৷
ছুটলো আগুন জ্বললো আগুন
ওরা পালানোৱ পথ খুজে পেলোনা দিসে ৷
বাহিৱে জ্বলন্ত আগুনে তীব্রো তাপ
স্বজনদেৱ বাচানোৱ মনে অনুতাপ ৷


নিজ জীবনকে তুচ্ছ করে
বাচাঁ নয় বাচাঁনোৱ আকুতি ৷
সকলে মিলে জ্বলে পুড়ে হায়
কয়লাই তাৱ শেষ পরিনতি ৷
কেওবা আবাৱ দৌড়িয়ে বাচাঁলো
একটুক হাফ ছেরে
জ্বলন্ত আগুন কেড়ে নিল হায়
তাৱ আত্বীয় স্বজনেৱে ৷
দাওদাও করে জ্বলছে আগুন
নেভাবে আর কে সে
জীবন্ত প্রাণ কয়লা হয়ে
ফিৱলো অবশেষে ৷

দমকল কর্মী আসলোরে ভাই
বড্ড দেৱি করে,
এরি মধ্যে যা হবাৱ তা হয়েগেল নিমিসে ৷
একেএকে তায় ঝড়ে গেল
হয় প্রায় শতটি প্রাণ,
শান্তনা আৱ আস্বাসে কি এর হবে অবসান ৷
কেওবা আবাৱ বেচেঁ গেল ভাই
ভাগ্যেৱই জোৱে, বার্ন ইউনিটে চলে
গেল তাৱ খুব ভোৱে
অর্ধ শরীর দগ্ধ তাদেৱ
বেচেঁ আছে কোন মতে
স্বজনদেৱ কান্যাৱ ৱেশ
থামছেনা কোন মতে ৷


স্বজনদেৱ লাশ পাবাৱ আশায়
দির্ঘ হলো হাইনেৱ সাৱি,
এতো লাশ নই গলিত পিন্ড, কয়লাৱ স্তুুপ
চেনাৱ উপায় নেই কোন মতে ৷
ডি এন এ মাধ্যমে হয়তো লাশ হবে সনাক্ত
এ সব দেখে দেখে তবে কি আমৱা হয়ে যাব অভ্যস্ত ৷
২০১০ এ নিমতলিতে ঘটেছিল যে ঘটনা
২০১৯ এ এশে তারই আবাৱ হলো পুন ৱটনা ৷







11:48 PM 
Feb 22,2019

কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান

No comments

Theme images by Nikada. Powered by Blogger.