ANISUR RAHMAN


স্যামসাংয়ের নতুন ফোন গ্যালাক্সি এস৮ ও এস৮+

গ্যালাক্সি নোট ৭ নিয়ে বেশ ভালোই বিপাকে পড়েছিলো স্যামসাং। সারাবিশ্বে একের পর এক অঘটনের খবর আসতে থাকায় এক পর্যায়ে ফোনটি বাজার থেকে তুলে নিতেই বাধ্য হয় প্রতিষ্ঠানটি।

তবে এবার সেই অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়েই গ্রাহকদের জন্য নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৮ ও এস৮+ প্রকাশ করেছে স্যামসাং।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে ফোন দুটি উন্মোচন করেন স্যামসাংয়ের মোবাইল ব্যবসার প্রেসিডেন্ট ডিজে কোহ।
নতুন গ্যালাক্সি এস৮ ও এস৮ + বাজারে থাকা প্রচলিত স্মার্টফোনের ধারণাই পাল্টে দেবে বলে গ্রাহকদেরকে আশ্বস্ত করেন স্যামসাংয়ের এই শীর্ষ কর্মকর্তা। তিনি বলেন, গ্রাহকদের আস্থার স্বীকৃতি দিতেই আমরা ফোন দুটি বাজারে এনেছি।
অ্যানড্রয়েডের সর্বশেষ সংস্করণ নোগাট অপারেটিং সিস্টেমে চালিত গ্যালাক্সি এস৮ ও এস৮ + ফোন দুটিতে রয়েছে ৪ জিবি র‍্যাম, ১২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

No comments

Theme images by Nikada. Powered by Blogger.