সৌদির চেয়ে ইরান-তুরস্কের খাবার ভালো'
সৌদির চেয়ে ইরান-তুরস্কের খাবার ভালো'
সৌদি আরবের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের সাত দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর কাতারে খাদ্য সংকটের আশংকা সৃষ্টি হয়েছে। এই সংকটের সময়ে দেশটির পাশে দাঁড়িয়েছে ইরান ও তুরস্ক। কাতারকে পাঁচটি বিমান বোঝাই করে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী পাঠিয়েছে ইরান।
দোহায় একটি হোটেলে কর্মরত বাংলাদেশি আতিকুর রহমান জানান, নিষেধাজ্ঞা জারির পর প্রথম কয়েকদিন খাদ্য সংকটের পরিস্থিতি সৃষ্টি হচ্ছিলো। কিন্তু ইরান এবং তুরস্ক থেকে কাতারের জন্য খাদ্য পাঠানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, 'প্রথম দুইদিন ইরান বা তুরস্ক, কেউ খাবারের সাপ্লাই দিতে পারেনি। ওদের খাবারের গুণগত মানও সৌদি আরব থেকে ভালো। সবাই এই খাবার পছন্দ করছে।'
তিনি আরো বলেন, 'এই সমস্যার সমাধান না হলে অদূর ভবিষ্যতে নিম্ন আয়ের মানুষ দারুণ কষ্ট ভোগ করবে। কিন্তু যাদের আর্থিক অবস্থা ভালো, তাদের কোন অসুবিধা হবে না।'
কাতারের উপর অবরোধ আরোপ হওয়ার পর থেকে দেশটিতে ফল এবং সবজির দাম কিছুটা বেড়েছে। দুগ্ধজাত পণ্য আসছে তুরস্ক থেকে। ওমান থেকে পণ্য আমদানি শুরু করেছে দেশটি।
No comments