ANISUR RAHMAN


রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বরাবর জাগ্রত কবি মুহিব খানের খোলা চিঠি।

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বরাবর জাগ্রত কবি মুহিব খানের খোলা চিঠি


শ্রদ্ধাভাজন প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম।
নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের প্রতি যথেষ্ট সহানুভুতিশীল হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন। দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা অক্ষুণ্ণ রেখে তাদের সার্বিক সেবা ও সুরক্ষাও এখন আপনারই মানবিক কর্তব্য। কঠিন কাজ, তবু আপনাকেই করতে হবে, আপনিই পারবেন।
শুধু তাই নয়, জরুরি অবস্থায় সাময়িক আতিথেয়তার পর তাদেরকে নিজভূমিতে পূণর্বাসিত ও পূণর্প্রতিষ্ঠিত করতে মগের মুল্লুক মিয়ানমারের অত্যাচারী শোষকগোষ্ঠীর বিরুদ্ধে তাদের মুক্তিসংগ্রামেও আপনাকে পাশে দাঁড়াতে হবে। মুসলিম বিশ্বের সাথে হাত মিলিয়ে হতে হবে তাদের স্বাধীনতার সঙ্গী।
আপনি বঙ্গবন্ধুকন্যা। আপনার কিংবদন্তী পিতার মতো সাহসী হয়ে উঠুন। নিষ্পেষিত মানবতার পক্ষে রোহিঙ্গাদের শান্তি, নিরাপত্তা ও স্বাধীনতায় অবদান রাখুন। সুচি'র শান্তি (!) নোবেল ছিনিয়ে আপনার হাতে তুলে দেবে সভ্য পৃথিবী। তাই যেন হয়।
অযাচিত যুদ্ধে জড়িয়ে শক্তি ও সৈন্যক্ষয়ের ভয়! ঠিক, আমাদের জানবাজ সামরিক সন্তানদের ব্যাক আপে রিজার্ভ রাখুন।
আমি একজন অতি সাধারণ মানুষ। একজন কবিমাত্র। তবে শব্দ-বারুদে আগুন জ্বালাতে পারি বরফখণ্ডেও। সুর-ঝংকারে চেতনা জাগাতে পারি লাশের মিছিলেও।
'আপনি শুধু অস্ত্র ও প্রশিক্ষণ দিন, আমি সারাদেশ থেকে একলক্ষ দেশপ্রেমিক বেসামরিক জানবাজ তরুণ যোদ্ধা আপনাকে উপহার দেবো।'
আল্লাহ আপনার সহায় হোন।



On the issue of Rohingya, Prime Minister Sheikh Mujib Khan open letter



The respected Prime Minister,
Assalamu Alaikum
Sincerely congratulations on the oppressed Rohingya Muslims being sympathetic towards them. Keeping the security and discipline of the country, their overall service and protection are now your humanitarian duty. Hard work, you have to do it, you can.
Not only that, after the temporary hospitality in an emergency, they will have to stand beside them in their liberation struggle against the tyrannical groups of Myanmar Myanmar Myanmar to rehabilitate and rehabilitate them in their own land. The hand of the Muslim world will be in the hands of their independence.
You Bangabandhu girl Be brave like your legendary father. Contribute to peace, security, and independence of Rohingyas for the oppressed humanity. Sui's peace (!) Nobel prize will give you the civilized world. maybe it's done.
Fear of power and helplessness in the untimely war! Okay, we reserve the backup of our savvy military children.
I'm a very ordinary man. A poet But in the ice-fire fire can burn the ice. We can cure consciousness in the corpse of dead bodies.
'You should only give arms and training, I will give you a gift from the whole country to a single patriotic civil warrior young warrior.'
May Allah help you.

No comments

Theme images by Nikada. Powered by Blogger.