ANISUR RAHMAN


পাশের হারে এগিয়ে মেয়েরা জিপিএ-ফাইভে ছেলেরা।

পাশের হারে এগিয়ে মেয়েরা  জিপিএ-ফাইভে 

ছেলেরা।





এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়ন নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন কলেজের শিক্ষকরা। তারা বলছেন খাতা মূল্যায়নের নতুন পদ্ধতির বিষয়টি আগেভাগে শিক্ষার্থীদের জানালে পাশের হার হয়তো এতটা কমতো না। 




ফলাফল হাতে পাওয়ার পরই রাজউক উত্তরা মডেল কলেজে বয়ে যায় আনন্দের ফোয়ারা। 
মোবাইল ফোনের এসএমএস বা ওয়েবসাইটে ফলাফল মিললেও, নিজ কলেজে তা দেখার আনন্দ যেন অন্যরকম। তাই প্রতিষ্ঠানেই ছুটে আসে শিক্ষার্থীরা। 

কাঙ্খিত ফল পেয়ে অনেকের চোখে ভেসে ওঠে ভবিষ্যতের স্বপ্ন।

এবছরের ফলাফলকে ছাপিয়ে গেছে খাতা মূল্যায়নের বিষয়টি। 

খাতা মূল্যায়ন নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য অস্পষ্ট বলে মনে করেন শিক্ষকরা। সারা দেশে পাশের দিক থেকে এগিয়ে মেয়েরা, জিপিএ-ফাইভে ছেলেরা।

No comments

Theme images by Nikada. Powered by Blogger.