ANISUR RAHMAN


মানুষ থেকে মানুষ হয়ে ওঠার গল্প ... আনিসুৱ রহমান



মানুষ থেকে মানুষ হয়ে ওঠার গল্প

আনিসুৱ রহমান




বাবা-মা বলে আমাদের আছে
বড় চাকুরে ছেলে,
সেই ছেলেই চাকর টাকে
ঠেলেই দিল ফেলে।

এই কি শিক্ষার ধরন!!
আত্মা বেঁচে আছে তবু
মনের কেন মরণ??

শিক্ষা নিয়ে গৌরব করে
কাটানো তো যায় দিন,
কিন্তু রোজই বেড়েই চলেছে
মানবতার ঋণ।

প্রকৃত মানুষ হবার ইচ্ছে
নেই তো কারো বুকে,
তাইতো আজ এ মানবজাতি
ধ্বংসের সম্মুখে।

আকাশ জানে,নদী জানে,
আর জানে ঐ সিন্ধু,
বিষাক্ত খুব হয়ে গেছে
প্রতিটি রক্তবিন্দু।

যুগে যুগে লোকে শুনেই চলেছে
মানুষ হবার সঙ্গা
মানুষের মন হবে রে এমন
যেন পবিত্র গঙ্গা !

মানুষ কত গজল শোনে
কত কীর্তন-ভজন,
এসব শুনেও প্রকৃত মানুষ
হতে পেরেছে ক'জন??

মানুষ হয়ে জন্ম নেওয়া
খুব সহজে জোটে,
মানুষ থেকে মানুষ হওয়া
নয়ত সহজ মোটে।

অর্থ,বিলাস,সুখ,সম্পদ
কিছুই ধন নয়,
একালে বিলাস;ও কালে শুধু
মানুষ পরিচয়।

অন্ধকারে আলো হবে
ধনীর ঝাড়বাতি,
"আসল মানুষ" নিজেই আলো;
জ্বলবে সারারাতি।

নিজেকে আমি প্রশ্ন করি-
আমি মানুষ কিনা,
জানতে পারলাম হইনি আমি
মানুষ খেতাবহীনা।

কীভাবে?- তা জানতে চাইলে
বিবেক বলল হেসে,
"তুমি তো মানুষই হলে
মানুষ ভালোবেসে।"

কালে কালে কত রচনা হয়েছে
মানুষ হওয়ার কাব্য,
সেই কথা আজ নতুন করে
আমি কী আর ভাববো?

এসব পড়েও মানুষ হওয়া
হয়নি আসল অর্থে,
চিরকাল কি থেকেই যাবে
মানুষ মোহগর্তে??

কতবার যে কত ঘটনা
রচেছে মানুষ হবার,
'মানুষ হবার এসেছে সময়'
বুঝল কি বিবেক সবার??

নতুন করে রচনা করলাম
ভাবখানি খুব স্বল্প,
নাম দিলাম এর
"মানুষ থেকে মানুষ
হয়ে ওঠার গল্প"।

9:04 PM
Sep 17,2019
সালাউদ্দীন মেডিকেল

কপিরাইট২০১৯ ©আনিস ব্লগ
©আনিসুৱ রহমান
©www.anis365.com


অন্যান্য কবিতা পড়তে ক্লিক করুন    

1.অপরাধী
2.অপরাধী বনাম জঙ্গী
3. অপ্রাপ্তি
4.অবশেষে বৈশাখ
5.অভাব
6.আক্ষেপ
7.অস্থির বৃষ্টি
8.আজ ঢেউ গুনবো
9.আজকেৱ নাৱী
10.আমাৱ চোঁখে এক  জন  আল  মাহমুদ          
11.আমি আজ বাতাসেৱ চেয়েও দূৱে
12. আমি তোমাৱ আঙুল ছুঁতে চাই        
13.ইচ্ছে গুল
14.ইতিহাস
15.ইদানিং দিন গুলি
16. বেলা সে বেলা
17.এক ৱাশ ঘ্রনা
18.এক মানবী
19.একটা কবিতা লিখেছিলাম
20.একুশ তুমি আছ বেঁচে
21. কবিতা তুমি          
22.কথাৱ সন্ধি
23.কবিতা আমায় শিক্ষা দিল
24.কবিতা কি কেবল
25.কবিতা লিখবো কবিতা
26.কবিতাৱ শক্তি
27.কবে জাতীৱ হবে হুশ ?
28.কাৱন তুমি নাৱী
29.খুজেপেতে চাই
30.খুজো না আমায়
31.ঘুম ভেঙ্গে গেছে
32.চাঁদ
33.চেতনায় আজ বাঙ্গালী মোৱা
34.জীবন যদি হয়
35.জীবন খাতা
36.ঝড়া পাতাৱ ঘ্রাণ
37.ঝাকা  নাকা  কবিতা
38.তবুও কবিতা
39.তবুও লেখা
40.তবে কি একুশ
41.তালবাহানা
42.তুমি না থাকলে
43.তুমি আমাৱ জন্য একটি বার
44.তুমি এলে বসন্ত আসে
45.তুমি কি কেবলই কল্পনা
46.তুমি চলে যাচ্ছ
47.তুমি ময় আমি
48.থাকবো সত্যেৱ সঙ্গে
49.থাকিও লজ্জাশীল
50.দশ মাস দশ দিন
51.নতুন ভোৱ    
52.নন্দকুমাৱ দত্ত সড়ক টা আজ বড্ড বিষন্ন
53.না বুঝে মোৱা বাকা পথে চলি
54.নিমতলি টু চুড়িহাট্রা            
55.নিশ্বাস ফুরালেই একা তুমি
56.নুসরাত জাহান রাফি
57.পানি
58.প্রথম পত্র
59.প্রাণেৱ বাংলা ভাষা
60.ফিৱে দেখা স্বাধীনতা
61.ফুল গাছ এখন গৃহপালিত
62.বড় লোভি আমি
63.বাদলো দিনে এসো গো সখা
64.বসন্ত আর সামলাতে  পারছিনা
65.বাঙ্গালীৱ বৈশাখ
66.বৈশাখ এসো
67.বৈশাখ এলো
68.অবশেষে বৈশাখ
69.বাদলো দিনেৱও প্রথমও কদম  ফুল
70.বায়ু
71.বুঝিনা কে তুমি
72.বাহাদুৱী
73.বুঝিনা কে তুমি
74.বৃষ্টি তুমি বড়ই অদ্ভূত
75.বৃষ্টি সে তো
76.ভালোবাসি ভালোবাসা      
77.ভিন্ন মনের ঐক্যমত
78.মনের ভাষায় একুশ
79.মস্তিষ্কেৱ ক্যানভাসে তোমাৱি জলছবি
80.মিথ্যে অমিও বাণী
81.মিনতি
82.যদি তুমি কাছে না আস
83.যুদ্ধহোক
84.শুভ নববর্ষ
85.সারা বেলা বই মেলা
86.সূর্য
87.সাকৱাইনেৱ নীল চিঠি
88.সেই লাল টুকটুকে পুতুল
89.সেই অন্ধকাৱ রাত্রী
90.সোনালি আঁশেৱ ফ্যাকাশে হাসি
91.স্বাধীনতা মানে
92.হলো না
93.হোলিৱ কথাই বলি     
94.গরম যখন ব্যাপক চরমে
95.তাহাৱ ইশাৱায়
96.নতুন আলোর গল্প
97.ফিৱে এলো মাহেৱমজান
98.আযান
99.ইবাদত
100.সিয়াম
101. পাল্টে দেবো তোকে
102. শিকড় খুজে পাবি
103. রাতেৱ লক্ষ্মীবাজাৱ  
104. বৃষ্টিৱ  অর্তনাদ 
105. আগুন ছিলো
106. কৃত্রিম হাসি 
107. মায়াৱ শহৱ
108. একাই স্বপ্ন বুনি
109. তাহাৱ পায়ে পা বাড়িয়ে
110. ঈদেতে বাড়ী আসি
111. করুন আর্তনাদ
112. কথা ছিলো
113. তোমাৱই প্রশংসায় শুকর গুজি
114. অদৃশ্য আগুন
115. স্মৃতি গুলো কেবলই রয়ে গেলো
116. তুমিহীনা 
117. আৱ একটি বাৱ
118. প্রভু ভুল ভেঙ্গে দাও  
119. শেষ বিদায়
120. কাঁঠেৱ পালকি
121. সেই আজানেৱ নামাজে  
122. নিথৱ দেহ ঘুমিয়ে আছে
123. তবুও বাঁচতে ইচ্ছে করে
124. আমায় স্পর্ষ করেনি
125. কাঁঠ বাদাম
126. নামাজ
127. যাবো অনেক দূরই
128. বীজ বন্ড 
129. পথেৱ শেষ বিন্দু
130. জ্যেম এর রাজা
131. বেঁচে থাকাৱ আশ্বাস
132. ছেড়ে দিলাম তোকে মুক্ত আকাশে
133. সেই শুভ কামনা
134. নিজ দেশ এখন তোমাৱ নিশ প্রয়োজন
135. কান নিয়েছে চিলে
136. উত্তপ্ত নগরী
137. মাথা লাগবে মাথা
138. তোমাৱ পদচিহ্ন
139. নীতিহীন গীতি কথা
140. বিভ্রান্ত
141. ভালোবাসি ফরিদপুর
142. অতীত নিদর্শন
143. ফাঁকা ঢাকা
144. সম্পর্কের  মেলা
145. বীরপুরুষ
146. রং ছরিয়ে ছিলি
147. সবাই আজ ছাড়ছে যে নীড়
148. আমি সব বুঝি
149. আর কিছু না বুঝে
150. এই সব আমাদেৱই ছবি
151. চলন্ত বাসে উরন্ত মশা
152. অধিকাৱ বঞ্চিত কাশ্মিৱি জনতা
153. অতপর তুমি এলে
154. সম্পর্কেৱ সোপান
155. ক্ষমতা থাকলে
156. ফেলে আসা যত সময়
157. মানুষ
160. মানুষ থেকে মানুষ  হয়ে ওঠার গল্প



©www.anis365. com




No comments

Theme images by Nikada. Powered by Blogger.