11 sources of success
সফলতার ১১ টি সূত্র
১.জীবনে বড় হতে হলে অসম্ভব পরিশ্রমী হতে হবে,নো শর্টকাট।
.
২.এডিসন বলেন, সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল।
.
৩.যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না দুই-ই সমান।
.
৪.আপনি কি অর্জন করেছেন, সাফল্য মাপার মানদন্ড সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।
.
৫.ঘুমানোর মজা আর ভোর দেখার মজা একসাথে পাওয়া যাবে না।যখন জীবন কে চাবুক মারতে হয় তখন জীবন টা কে উপভোগ করলে জীবনে সফল হওয়া যাবে না।
.
৬.পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ।
.
৭.যে সবকিছু তৈরী পাওয়ার জন্য তৈরী, সে জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থ উভয়ের দিনই ২৪ ঘন্টায়।
.
৮.NO মানে একেবারে না নয়। NO = Next Opportunity.
.
৯.জয়ী হতে হলে কি কি করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়। আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়।
.
১০.আপনি সবসময় যা করে এসেছেন, এখনও যদি সেটাই করেন তাহলে সবসময় যা পেয়েছেন, এখনও তাই পাবেন।
.
১১.আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে।
11 sources of success
.
2. Edison said success is 95% hard work and 5% result of inspiration.
.
3. The person who can read but does not read and the person who can not read is equal to two.
.
4. It's not what you achieved, the scale of success measure, but how many times you've turned back after you fall.
.
5. The fun and the morning watching will not be fun to watch. When life is whipped, enjoying life, life can not be successful.
.
6. Fear of defeat, worse than defeat.
.
7. That everything is ready to get ready, he can not do anything in life. Successful and failed both days in 24 hours.
.
8.NO does not mean absolutely. NO = Next Opportunity
.
9. Winners will focus on what to do if they are to be victorious. And the winners can focus on what they can.
.
10. Whatever you have always done, if you still do that, you have always got it, you still get it.
.
11. Your power will control your destiny.
No comments