রোনালদোর বিরুদ্ধে কর ফাঁকির মামলা
রোনালদোর বিরুদ্ধে কর ফাঁকির মামলা
রিয়াল মাদ্রিদ এবং পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বিরুদ্ধে স্পেনে কর ফাঁকির মামলা হয়েছে। স্পেনের সরকারি কৌঁসুলিরা বলছেন, ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত রোনালদো সাড়ে ১৬ মিলিয়ন ডলার অর্থাত্ এক কোটি ৬৫ লাখ ডলারের কর ফাঁকি দিয়েছেন।
গত ডিসেম্বরে ফাঁস হওয়া নথির সূত্রে বিবিসি বলছে, রোনালদো কর ফাঁকি দেয়ার উদ্দেশে বিদেশের ব্যাংক একাউন্টে টাকা পাচার করেছেন। তবে এই ফুটবলারের এজেন্টের একজন মুখপাত্র গত মাসে বলেন, কর ফাঁকির এই তদন্ত নিয়ে তারা উদ্বিগ্ন নন, কারণ রোনালদোর লুকোনোর কিছু নেই।
No comments