ANISUR RAHMAN


টুইটারকে টপকে শীর্ষে ইনস্ট্রাগ্রাম

গ্রাহক সংখ্যায় টুইটারকেও ছাড়িয়ে গেল স্মার্টফোনের জনপ্রিয় ফটো শেয়ারিং অ্যাপ ইনস্ট্রাগ্রাম। বর্তমানে ইনস্ট্রাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে বলে দাবী করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান। সম্প্রতি ইনস্ট্রাগ্রামের পক্ষ থেকে করা এক ব্লগ পোস্টে জানানো হয়েছে এমন তথ্য। 



ফেসুবের পরে জনপ্রিয়তার শীর্ষে থাকা টুইটারের বর্তমান গ্রাহক সংখ্যা প্রায় আট কোটির অধিক। কিন্তু ইনস্ট্রাগ্রাম ৪০ কোটি গ্রাহক নিয়ে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটারকে টপকিয়ে ফেসুবুকের পরের স্থানটি দখল করে নিয়েছে। 
ইনস্ট্রাগ্রাম তাদের ব্লগে জানিয়েছে, ইনস্ট্রাগ্রাম অ্যাপটির বেশির ভাগ ব্যবহারকারীই যুক্তরাষ্ট্রের বাইরের। যুক্তরাষ্ট্র আমাদের মোট ব্যবহারকারী মাত্র ২৫ শতাংশ। বাকি ৭৫ শতাংশই অন্যান্য দেশের।
আপাতত ইনস্ট্রাগ্রাম ফেসবুকেরই একটি অঙ্গ প্রতিষ্ঠান। কেভিন সিস্ট্রোম এবং মাইক ক্রিগার নামের দুই প্রযুক্তিবিদ ২০১০ সালে তৈরি করেছিল জনপ্রিয় এই ফটো শেয়ারিং অ্যাপটি। ধীরে ধীরে এটির জনপ্রিয়তা বাড়তে থাকলে ২০১২ সালে এটি ফেসবুক এটির মালিকানা গ্রাহন করে। 
ইনস্ট্রাগ্রাম ফেসবুকের হাতে আসার পর থেকে গত তিন বছর ধরে টুইটার এবং স্ন্যাপচ্যাটের সঙ্গে তুমুল প্রতিযোগিতা করে আসছে অ্যাপটি। যার ফলে তিন বছরের মাথায় এসে টুইটারকে পিছনে ফেলে উঠে আসলো শীর্ষে।

No comments

Theme images by Nikada. Powered by Blogger.