বাংলাদেশ ফাইনালেও যেতে পারে, বিশ্বাস তাসকিনের
বাংলাদেশ সেমিফাইনাল খেলবে’ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে বাংলাদেশের গোঁড়া সমর্থক ছাড়া এই কথা হয়তো আর কেউ ভাবেননি! একে তো বিপক্ষ কন্ডিশন। তার উপর গ্রুপের অন্য তিন দল সেই কন্ডিশনের সেরা। স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড শক্তির বিচারেও বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে। এমন একটা গ্রুপ থেকে বাংলাদেশ সেমিফাইনালে উঠবে কজনই বা ভেবেছিলেন! অভাবনীয় বিষয়টা এখন বাস্তব। তরুণ পেসার তাসকিন আহমেদ বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও কল্পনা করছেন।
সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর গতকালই কার্ডিফ থেকে বার্মিংহামে চলে এসেছে বাংলাদেশ দল। বার্মিংহামেই সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। সেমিফাইনালের ভেন্যুতে আসার আগে দেশীয় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তাসকিন। তখনই জানালেন ফাইনাল স্বপ্নের কথা।
তাসকিন, ‘এটা আসলে দারুণ এক অভিজ্ঞতা। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে খেলছি, আমরা আবার সেমিফাইনালেও চলে এসেছি। কতটা খুশি সেটা আসলে ভাষায় প্রকাশ করে বোঝানো কঠিন। আমরা সবাই অনেক উত্তেজিত সেমিফাইনাল নিয়ে, খুবই খুশি। আমার মনে হয়, ফাইনলেও যেতে পারি আমরা।’
মজার ব্যাপার হলো বাংলাদেশ যে সেমিফাইনালে যাবে, ইংল্যান্ডে নেমেই নাকি বলেছিলেন তাসকিন! ২২ বছর বয়সী পেসারের কথায়, ‘সবচেয়ে ভালো লাগছে, যেদিন এসেছি, সেদিনই বলেছিলাম ইনশাআল্লাহ সেমিতে খেলবো। শেষ পর্যন্ত সেমিফাইনালে আছি আমরা। ফাইনাল খেলার বিষয়েও আশাবাদী।’
তাসকিনের সেদিনের সেমিতে খেলার কথা হয়ত হেসে উড়িয়ে দিয়েছিলেন অনেকে! তবে মাঠের লড়াইয়ে নিজের সর্বোচ্চটা ঢেলে দিতে কার্পণ্য করেননি একজনও। যারাই সুযোগ পেয়েছেন দলের জন্য সর্বোচ্চটা ঢেলে দিতে চেয়েছেন বলেই ইতিহাস রচনা করার এমন সাফল্য। নিউজিল্যান্ডে বিপক্ষে তাসকিনও সেটা করে দেখিয়েছেন। এই চেষ্টা সামনেও অব্যাহত থাকবে বললেন তরুণ পেসার।
তাসকিন বলেছেন, ‘সুযোগ পেলে চেষ্টা করবো এমন কোন স্পেল করার, যেটা ম্যাচ জিততে সাহায্য করবে। সবার অবদান না থাকলে আমাদের সেমিফাইনালে যাওয়া সম্ভব হতো না। এটা দলীয় খেলা, ছোট ছোট অবদান রাখতে পারাও খুব গুরুত্বপূর্ণ। আগামী ম্যাচে গত ম্যাচগুলোর ভুলগুলো শোধরানোর চেষ্টা থাকবে।’
No comments